সিলেট এনসিএল চ্যাম্পিয়ন হলো এক ম্যাচ আগেই
আগের দিনই সুবাসটা পেতে শুরু করেছিল সিলেট। বরিশালকে ১৪২ রানে অলআউট করে সামনে যখন ১০৫ রানের লক্ষ্য পেয়েছিল তখনই। আজ দিনের প্রথম সেশনেই সে রানটা তাড়া করে ফেললেন অমিত হাসানরা।
সিলেটের ৫ উইকেটের এই জয়, ওদিকে কক্সবাজারে রংপুরের অবধারিত ড্রয়ের ফলেই প্রথম বারের মতো এনসিএল চ্যাম্পিয়ন হয়ে গেছে সিলেট।
১০৫ রানের লক্ষ্যেও সিলেট শুরুটা ভালো করেনি। ২৭ রান তুলতেই ৩ উইকেট নেই হয়ে যায় তাঁদের। এরপর ফর্মে থাকা অধিনায়ক অমিত জুটি গড়েন নাসুম আহমেদকে সঙ্গে নিয়ে। ৭৭ রানের এই জুটিতে দুই দলের স্কোর সমান হয়ে যায়।
তবে দলীয় ১০৪ রানে ইনিংস সর্বোচ্চ ৪৪ রান করা নাসুম আহমেদ, সঙ্গে আসাদুল্লাহ আল গালিবকেও খুইয়ে বসে সিলেট। তবে অমিত শিগগিরই দলের জয় নিশ্চিত করে ফেলেন।
এর আগে তৃতীয় দিনে পেসার খালেদ আহমেদ ১৮ রানে ৪ উইকেট শিকার করেন। সঙ্গে তোফায়েল আহমেদ ১৭ রানে ৩ উইকেট তুলে নেন। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদও তাদের সঙ্গ দিয়েছেন ভালোভাবে, ২ উইকেট নিয়ে তিনিও প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলেন। তার ফলেই বরিশাল ১৪২ রানে অলআউট হয়ে যায়।
প্রথম ইনিংসে বরিশাল ৩০৪ রান তোলে। তার জবাবে সিলেট ৩৪২ রান করে ৩৮ রানের লিড পায়।