সরকার কেন সিন্ডিকেট ভাঙতে পারছে না, প্রশ্ন রিজভীর

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

সিন্ডিকেট কেন ভাঙতে পারছে না সরকার, প্রশ্ন রিজভীর

সিন্ডিকেট কেন ভাঙতে পারছে না সরকার, প্রশ্ন রিজভীর

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার অনেক ভাঙাভাঙি করছে, কিন্তু সিন্ডিকেটের সবাই ধরাছোঁয়ার বাইরে, সরকার কেন এটা ভাঙতে পারছে না? 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইন্সটিটিউটে আমরা বিএনপি পরিবার কর্তৃক আয়োজিত ২৪ এর গণঅভ্যুত্থানে আহত বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ফটোসাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, মানুষ চায় কমপক্ষে একবেলা পেট ভরে খাবে। সেই খাবার নিশ্চয়তা যদি না থাকে, রিকশা চালক, সিএনজিওয়ালাদের এক মুঠো চাল কেনার সামর্থ্য যদি না থাকে, তাহলে আন্দোলনের যে আত্মদান, ছাত্র-শ্রমিক-জনতার এবং ১৭ বছরের রাজনৈতিক দলগুলোর যে আত্মদান এটা বৃথা যাবে। কেন এখনো মুদ্রাস্ফীতি হবে? এরপরে অনেক পণ্যে ভ্যাট বসানো হয়েছে।

তিনি বলেন, সারা বাংলাদেশে পোল্ট্রি মাত্র ৩/৪ টি কোম্পানির হাতে জব্দ। সেটা কি ভেঙে দেয়া যায় না? তাদেরকে কি গ্রেফতার করা যায় না? সেটা করছে না কেন? তা না করার ফলে জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে।

বিজ্ঞাপন

রুহুল কবির রিজভী বলেন, যেই বাণিজ্য উপদেষ্টা নিয়োগ পেল হঠাৎ করে বাজার থেকে সয়াবিন তেল নাই হয়ে গেল। দাম বাড়ানোর জন্য সয়াবিন তেল বাজার থেকে নাই হয়ে যায়। কিন্তু যেই বাণিজ্য উপদেষ্টা দাম বাড়ানোর কথা বলল, যেই ৮ টাকা বৃদ্ধি পেল সেই বাজারে সয়াবিন চলে আসলো। 

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, শেখ হাসিনার অনুশোচনা নেই, পুরো আওয়ামী লীগেরই অনুশোচনা নেই। যদি তারা দেশপ্রেম, কখনো কোনোদিক থেকে দেশে এসে রাষ্ট্রক্ষমতায় আসে তাহলে তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের শেষ চিহ্নটুকু বাকি রাখবে না। এটা তারা প্রমাণ করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও আরও উপস্থিত আছেন 'আমরা বিএনপি পরিবার' এর উপদেষ্টা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ অন্যান্য নেতৃবৃন্দ।