স্থানীয় নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট মতামত নেই: মামুনুল হক

  • স্টাফ করেস্পন্ডেন্ট, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

জাতীয় নির্বাচন নাকি স্থানীয় নির্বাচন আগে হবে এই বিষয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের কোনো সুনির্দিষ্ট মতামত নেই বলে জানিয়েছেন মাওলানা মামুনুল হক। 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বেরিয়ে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে ২০২৫ সালের শেষের দিকে যেন নির্বাচন হয়। আর স্থানীয় নির্বাচনের বিষয়ে আমাদের সুনির্দিষ্ট মতামত নেই। সকল দলের ঐক্যমতে ভিত্তিতে যেন এই নির্বাচনের দিকে যাওয়া হয়।

সংস্কার বিষয়ে মামুনুল হক বলেন, সংস্কারের যে দ্বিতীয় ধাপ শুরু হয়েছে সেখানে রাজনৈতিক দলগুলো নিজ নিজ মতামত ব্যক্ত করবে। সেই সাথে আমরা চাই এই সংস্কার প্রস্তাবনা এবং সেটা বাস্তবায়ন কার্যক্রম শুরু হবার শুরুতে যে বিষয়গুলো সমাধান হওয়ায় উচিত, নির্ধারিত হওয়া উচিত সেগুলো হলো আগামীর বাংলাদেশের ভিত্তি কি হবে? আগামীর সংস্কারের ভিত্তি কি হবে? 

বিজ্ঞাপন

এক্ষেত্রে অনতিবিলম্বে জুলাই-আগস্ট বিপ্লবের ঘোষণাপত্র তৈরি করার দাবি জানিয়েছি।

২৪ এর আগের ঘটনার প্রবাহ যেন আগামীর বাংলাদেশ দেখতে না হয় জানিয়ে তিনি বলেন- ৪৭, ৭১ এবং ২০২৪ এর ঘটনার ভিত্তিতে যেন আগামীর বাংলাদেশ গড়ে উঠে সেই ধরনের প্রত্যাশা ব্যক্ত করেছি।