গণমাধ্যমকর্মীরা এখন বেশি চাপের মধ্যে কাজ করছেন: জিএম কাদের

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

জিএম কাদের

জিএম কাদের

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, যে কোন সময়ের চেয়ে গণমাধ্যমকর্মীরা এখন বেশি চাপের মধ্যে কাজ করছেন। গেল কয়েক মাসে প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ায় অসংখ্য কর্মী চাকরি হারানোর কারণে তাদের মাঝে চাপা আতঙ্ক বিরাজ করছে। ভয়ার্ত পরিবেশে নিজেরাই সেলফ সেন্সরশীপ চালু করেছে গণমাধ্যমগুলো।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, রিপোর্টার্স উইদাউট বর্ডাস (আরএসএফ) এর ২০২৪ সালের রিপোর্ট অনুযায়ী সাংবাদিকদের জন্য বিশ্বের তৃতীয় সবচেয়ে বিপদজনক দেশ হিসেবে চিহ্নিত করেছে বাংলাদেশকে।

ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) উদ্ধৃতি দিয়ে বলেন, গেল কয়েক মাসে ১৫০ জনের বেশি গণমাধ্যমকর্মী ইলেক্ট্রনিক মিডিয়ায় চাকরি হারিয়েছেন। একই সময়ে প্রিন্ট ও অনলাইন মিডিয়া থেকে প্রায় ২ শত কর্মী চাকরিচ্যুত হয়েছেন। বিপুল সংখ্যক গণমাধ্যমকর্মীর চাকরি হারানোর ঘটনা নজিরবিহীন। এরইমধ্যে চাকরিচ্যুত গণমাধ্যমকর্মীদের পরিবারে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। আবার, গণমাধ্যমকর্মীরা জানিয়েছে, প্রচ্ছন্ন চাপের কারণে স্বাধীনভাবে কাজ করতে পারছেন না তারা। সরকারের গঠনমূলক সমালোচনা বা সরকার অখুশি হবে এমন সংবাদ প্রকাশে ভয় পাচ্ছে গণমাধ্যম। আমাদের ইন্টারভিউ করেও তা প্রকাশ করতে পারছে না গণমাধ্যমগুলো।

বিজ্ঞাপন

গণমাধ্যমের স্বাধীনতা সার্বিকভাবে সামাজিক জবাবদিহিতা নিশ্চিত করে। ফলে, নিরপেক্ষ ও নির্ভিক গণমাধ্যম গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অপরিহার্য অঙ্গ। গণতন্ত্রের সুফল সুশাসন প্রতিষ্ঠার জন্য সবার আগে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে হবে বলেও মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান।

তিনি বলেছেন, দীর্ঘদিন থেকে লক্ষ্য করা যাচ্ছে, নানান চাপ ও প্রতিবন্ধকতার মধ্যে গণমাধ্যমকর্মীরা কাজ করতে বাধ্য থাকেন। সাংদিকদের নিরাপত্তা ও সাংবাদিকতার মানোন্নয়নের জন্য সাংবাদিক ইউনিয়নসমূহ গঠন করা হয়। তারা, সাংবাদিকদের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করে নির্ভিক, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রসার ঘটাবেন এটাই কাম্য।

কিন্তু মনে হচ্ছে, উক্ত পেশাজীবী সংগঠনগুলো অন্যান্য সব পেশাজীবী সংগঠনের ন্যায় দলীয় ভিত্তিতে বিভাজিত হয়ে আছে। এতে, সার্বিকভাবে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না। ফলে, কোনো সরকারের আমলেই সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। এটাই বাস্তবতা। কিন্তু, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেক নিরপরাধ সাংবাদিকদের চাকরিচ্যুতিসহ নানান ধরনের হয়রানি ও হেনস্তার শিকার হতে দেখা যায়। সাংবাদিকদের নিরপত্তার বিধান এবং অযথা হয়রানি বন্ধ ও চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবিও জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান।