রমেকে র‌্যাবের ১২ সদস্যসহ আক্রান্ত আরও ২০ জন

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

রংপুর মেডিকেল কলেজ

রংপুর মেডিকেল কলেজ

রংপুর মেডিকেল কলেজের (রমেক) পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে র‌্যাবের ১২ সদস্য রয়েছেন।

বুধবার (২৭ মে) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. এ কে এম নুরুন্নবী লাইজু।

বিজ্ঞাপন

তিনি জানান, রমেকের অণুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনার পরীক্ষা সম্পন্ন হয়। এতে ১২ জন র্যাব সদস্যসহ তিন জেলার ২০ জনের করোনা শনাক্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে রংপুর র‌্যাবের ১২ জন, রংপুর নগরের ২ জন, মিঠাপুকুর উপজেলার একজন, গাইবান্ধার জেলার সাদুল্ল্যাপুরের ৩ জন ও সদর উপজেলার একজন এবং লালমনিরহাট সদর হাসপাতালের একজন রয়েছেন।

বিজ্ঞাপন

এদিকে রমেকের পিসিআর ল্যাবে গত ৫৫ দিনে রংপুর জেলার ৩২০ জনের করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া রংপুর থেকে ঢাকায় পাঠানো নমুনা পরীক্ষার ফল অনুযায়ী রংপুর জেলায় বর্তমানে মোট করোনাভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪০১ জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৬৫ জন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে জেলায় মারা গেছেন পাঁচজন।