বরিশালে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা
বাংলাদেশে করোনাভাইরাস-
-
|

প্রতীকী
বরিশাল বিভাগের ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।
গত ১০ দিনে (১৮ মে-২৭ মে) বিভাগে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮২ জন। এর মধ্যে বরিশাল ও পিরোজপুর জেলায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে।
এখন পর্যন্ত বরিশাল বিভাগের ছয় জেলায় মোট ৪০৫ জন করোনায় সংক্রমিত হয়েছেন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৯ জনের। বিভাগে করোনা আক্রান্ত ১৩১ জন সুস্থ হয়েছেন।
নতুন শনাক্তের মধ্যে বরিশালে ১৪ জন,ঝালকাঠিতে পাঁচজন এবং পটুয়াখালী ও পিরোজপুরে একজন রয়েছেন।
বুধবার (২২ মে) দুপুরে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগ সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সূত্র জানিয়েছে, নতুন ২১ জন আক্রান্তসহ বরিশাল জেলায় সবচেয়ে বেশি ১৮১ জন, পিরোজপুরে ৬৩ জন, বরগুনায় ৫৪ জন, পটুয়াখালীতে ৪৩ জন, ভোলায় ২৩ জন ও ঝালকাঠিতে ৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ ১৩১ জনের মধ্যে বরিশালে ৪৫ জন, বরগুনায় ৩৬ জন, পটুয়াখালীতে ২৬ জন, পিরোজপুরে ৬ জন, ঝালকাঠিতে ১৩ জন এবং ভোলায় পাঁচজন রয়েছেন।
আরো জানা গেছে, করোনা পরিস্থিতি মোকাবিলা করতে গিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৩৪ জন পুলিশ সদস্য, বিভিন্ন হাসপাতালের ১২ জন ডাক্তার, ১৪ জন সেবিকা এবং অন্যান্য ১৪ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন।
মোট আক্রান্তের মধ্যে বাসাবাড়িতে ৪৮ জন ও বিভিন্ন হাসপাতালের করোনা ওয়ার্ডের আইসোলেশন বেডে ২১৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এছাড়া সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় একজন ও পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় একজন করোনা রোগীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে বরিশাল বিভাগে এ পর্যন্ত মোট নয় জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
মোট মৃত্যুর মধ্যে পটুয়াখালী জেলার সদর উপজেলা, মির্জাগঞ্জ ও দুমকিতে একজন করে মোট তিনজন, বরগুনা জেলার আমতলী ও বেতাগীতে একজন করে মোট দুই জন, ঝালকাঠির নলছিটি ও কাঠালিয়াতে একজন করে মোট দুই জন, বরিশালের মুলাদীতে এক জন এবং পিরোজপুরের নাজিরপুরে রয়েছেন একজন।
এসব তথ্য বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন বরিশাল স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডাক্তার শ্যামল কৃষ্ণ মন্ডল।