করোনা শনাক্তের খবর পেয়ে রোগী নিখোঁজ!

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ম্যাপ

ম্যাপ

মানিকগঞ্জের সাটুরিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পেয়ে এলাকা ছেড়ে পালিয়ে গেছেন এক বৃদ্ধ।

সোমবার (১১ মে) এ খবর নিশ্চিত করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুল আলম।

বিজ্ঞাপন

বার্তা২৪.কমকে তিনি জানান, শনিবার ওই বৃদ্ধ ঢাকা থেকে গ্রামের বাড়িতে এলে স্বাস্থ্যবিধি মোতাবেক তাকে নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়। পরে তার নমুনা সংগ্রহ করে রোববার সাভারে পাঠানো হয়।

সোমবার দুপুরে তার রিপোর্ট পজিটিভ আসার খবর নিশ্চিত হওয়া যায়। রিপোর্ট হাতে পাওয়ার পরপরই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা পুলিশ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তার বাড়িতে গেলে তাকে বাড়িতে পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

পরে মোবাইল ফোনের মাধ্যমে তাকে করোনা পজিটিভ এর বিষয়টি জানালে তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান। সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী তিনি এক কবিরাজের বাড়িতে ছিলেন। সেখান থেকে ঢাকায় চলে গেছেন বলে জানান ইউএনও।

তথ্য-প্রযুক্তির মাধ্যমে করোনা আক্রান্ত ওই বৃদ্ধের অবস্থান জানার চেষ্টা চলছে। বিষয়টটি ঢাকার দারুস সালাম থানা পুলিশকে জানানো হয়েছে বলে জানান তিনি।