পুলিশ হাসপাতালে ৩টি ভেন্টিলেটর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম করোনা মোকাবিলায় পুলিশ হাসপাতালের জন্য আয়ারল্যান্ডের তৈরি তিনটি ভেন্টিলেটর এবং এন-৯৫ মাস্ক দিয়েছেন।

সোমবার (১১ মে) পুলিশ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদের কাছে এসব চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেন।

প্রতিমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশের সদস্যরা সম্মুখসারিতে থেকে জীবনের ঝুঁকি নিয়ে দেশের জন্য করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশের সকল সদস্যের নিরাপত্তা এবং করোনা আক্রান্তদের স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।

করোনা আক্রান্ত পুলিশ বাহিনীর সদস্যদের চিকিৎসা ত্বরান্বিত করতে পররাষ্ট্রমন্ত্রীর বাবা মো. শামসুদ্দিন প্রতিষ্ঠিত রাজশাহীর বেসরকারি বারিন্দ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিনটি ভেন্টিলেটর পুলিশ হাসপাতালে হস্তান্তর করা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওই  হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। একই সাথে শাহরিয়ার আলমের ব্যক্তিগত উদ্যোগে চীন থেকে ক্রয়কৃত এন-৯৫ মাস্ক দেয়া হয়েছে।

এ সময় বারিন্দ মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ছোট ভাই মো. সাইফুল আলম উপস্থিত ছিলেন।