দেশে করোনা আক্রান্ত ১৫ হাজার ছাড়াল, মৃত্যু ২৩৯
বাংলাদেশে করোনাভাইরাস-
-
|

ফাইল ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০৩৪ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। একদিনে এটাই সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা। এখন পর্যন্ত সারা দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫৬৯১ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে নতুন করে ১১ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৩৯ জনে।
সোমবার (১১ মে) দুপুরে মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টা আক্রান্ত হয়েছেন ১০৩৪ জন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫ হাজার ৬৯১ জনে।
ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ২৬৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আর নমুনা পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ২০৮টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ লাখ ২৯ হাজার ৮৬৫টি।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ২৫২ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৯০২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আরও জানান, এখন মোট ৩৭টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হচ্ছে। গতকাল পর্যন্ত ৩৬টি ল্যাবে পরীক্ষা হতো। নতুন করে যুক্ত হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল।
নতুন করে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৫ জন পুরুষ, ৬ জন নারী। ঢাকা বিভাগে ৮ জন, চট্টগ্রাম বিভাগে ২ জন এবং একজন রংপুর বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানান ডা. নাসিমা সুলতানা।