বীরগঞ্জে ডাক্তারসহ চারজন করোনা আক্রান্ত

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ফাইল ছবি

ফাইল ছবি

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় ডাক্তারসহ চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। উপজেলায় এই প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো।

বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা আনোয়ার উল্লাহ জানান, আক্রান্ত চারজনের মধ্যে একজন চিকিৎসক রয়েছেন।

বিজ্ঞাপন

রোববার (১০ মে) রাতেই বীরগঞ্জের ইউএনও ইয়ামিন হোসেন ও বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধানসহ আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে যাবেন বলে জানান ওই স্বাস্থ্য কর্মকর্তা। আক্রান্তদের বাড়িগুলোতে লকডাউন কার্যকর করাসহ সঠিক নির্দেশনা দেবেন তারা।