বগুড়ায় পুলিশ সদস্যসহ আরও ২ জন আক্রান্ত

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

ফাইল ছবি

ফাইল ছবি

বগুড়ায় এক পুলিশ সদস্যসহ আরও দুই জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

রোববার (১০ মে) রাতে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি জানান, করোনায় পুলিশ সদস্য বগুড়াতেই কর্মরত ছিলেন। তিনি বগুড়াতেই কারো সংস্পর্শে এসে করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত অপরজন নারায়ণগঞ্জ ফেরত এক যুবক।

সিভিল সার্জন জানান, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) ১৮৮টি নমুনা পরীক্ষায় বগুড়ার ৩৯টি নমুনার মধ্যে ২টি পজিটিভ এবং জয়পুরহাটের ১৪৯টির মধ্যে একটি রিপোর্ট পজিটিভ এসেছে।

বিজ্ঞাপন

বগুড়া জেলায় করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্য ৩৯ জন। এদের মধ্যে ৯ জন সুস্থ হওয়ায় এখন চিকিৎসাধীন রয়েছেন ৩০ জন।