হাসপাতালে ভিড় করছেন কারখানা শ্রমিকরা

  বাংলাদেশে করোনাভাইরাস
  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নারায়ণগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালের ফ্লু কর্নার

নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালের ফ্লু কর্নার

চলমান করোনা পরিস্থিতির মধ্যে পোশাক কারখানা খুলে দেয়ায় একদিকে বেড়েছে করোনা সংক্রমণের ঝুঁকি অন্যদিকে বেড়েছে শ্রমিকদের ভোগান্তি।

করোনার উপসর্গ দেখা দিলেই কারখানা কর্তৃপক্ষ পাঠিয়ে শ্রমিকদের পাঠিয়ে দিচ্ছে করোনা পরীক্ষার জন্য। ফলে প্রতিদিনই নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ভিড় করছেন পোশাক শ্রমিকরা।

বিজ্ঞাপন

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শ্রমিকদের মাঝে সামান্য করোনা উপসর্গ কিংবা কারও অসুখ আছে বলে সন্দেহ হলেই কারখানা থেকে তাদের চাপ দিয়ে করোনার রিপোর্ট নিয়ে আসতে বলা হচ্ছে। অন্যথায় কারখানায় শ্রমিকদের কাজ করতে দেয়া হবে না, এমন কথা জানানো হয় শ্রমিকদের। তাই শ্রমিকরা চাকরি হারানোর ভয়ে প্রতিদিনই খানপুর হাসপাতালে টেস্ট করতে চলে আসছেন।

খানপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামসুদ্দোহা সঞ্চয় বলেন, রোববারেও সকাল থেকে মোট ২৬ জন শ্রমিক মৃদু উপসর্গ ও উপসর্গহীন ছাড়াই করোনা টেস্ট করতে চলে এসেছেন। এ সময় তারা তাদের রিপোর্টের জন্য বার বার অনুরোধ করতে থাকেন কারখানায় কাজ করার জন্য। পরে মৃদু উপসর্গ নিয়ে আসা ১০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। বাকিদের বহির্বিভাগে সেবা দিয়ে পাঠিয়ে দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

ডা. শামসুদ্দোহা সঞ্চয় আরও বলেন, গার্মেন্টে কাজে যোগ দিতে না দেয়ায় শ্রমিকরা হাসপাতালে টেস্ট করতে ছুটে আসছেন। নেগেটিভ ফলের সার্টিফিকেট নিয়ে তারা কারখানায় ফিরে যেতে চান। কিন্তু এভাবে হাজার হাজার শ্রমিক যদি আমাদের কাছে করোনা ভাইরাসের রিপোর্ট নিতে টেস্ট করতে আসেন তাহলে তো আমরা বিপাকে পড়ে যাব। তখন আক্রান্ত ব্যাক্তিদের সেবা দেয়া কঠিন হয়ে পড়বে।