দেশে করোনায় আরও ৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৩৬

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৬৩৬ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২১৪ জন। আর মোট শনাক্তের সংখ্যা ১৩৭৭০ জন।

শনিবার (৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

বিজ্ঞাপন

ব্রিফিং এ  অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন,  মোট ৩৫টি ল্যাব থেকে নমুনা সংগ্রহ করা হয় ৫ হাজার ২৪৭টি। ৫ হাজার ৪৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত ১ লাখ ১৬ হাজার ৯১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত ৩১৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট দুই হাজার ৪১৪ করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানান ডা. নাসিমা সুলতানা।

বিজ্ঞাপন

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও গত কয়েকদিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা। প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার ঠেকাতে মানুষকে ঘরে রাখতে রাজপথের পাশাপাশি পাড়া-মহল্লায় টহল দিচ্ছে সশস্ত্র বাহিনী, র‌্যাব ও পুলিশ।