সাভারে আরও ৮ পোশাক শ্রমিক করোনায় আক্রান্ত
বাংলাদেশে করোনাভাইরাস-
-
|

ছবি: সংগৃহীত
সাভারে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরো আট পোশাক শ্রমিক। এ নিয়ে সাভারে ২০ জন পোশাক শ্রমিক আক্রান্ত হলেন। আর সাভারে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৪ জনে।
মঙ্গলবার (৫ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা।
তিনি জানান, সোমবার (৪ মে) ৪০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। মঙ্গলবার তাদের ফলাফল এলে তাতে আটজনের দেহে করোনার উপস্থিত পাওয়া যায়। আক্রান্তদের মধ্যে সাভারের দু’জন ও আশুলিয়ার ছয়জন পোশাক শ্রমিক রয়েছেন। আক্রান্ত শ্রমিকদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সাথে ওই শ্রমিকদের বাসস্থান লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খোলা রাখা পোশাক কারখানাগুলোকে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে উৎপাদন কার্যক্রম চালানোর অনুরোধ করা হচ্ছে। সেই সাথে করোনা রোধক ব্যবস্থা নিশ্চিত করতে কারখানাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।