দেশে করোনা আক্রান্ত ১০৯২৯, মৃত্যু ১৮৩
বাংলাদেশে করোনাভাইরাস-
-
|

ফাইল ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭৮৬ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এটাই একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। এখন পর্যন্ত সারা দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০৯২৯ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও একজন করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ১৮৩ জনের প্রাণহানি হলো।
মঙ্গলবার (৫ মে) দুপুরে মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭৮৬ জনের শরীরে করোনাভাইরাসে উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ হাজার ৯২৯ জনে।
ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৪৩ জন সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত মোট সুস্থ হলেন ১ হাজার ৪০৩ জন।
ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা সংগ্রহ করা হয় ৬ হাজার ১৮২টি। নুতন করে যে একজন মারা গেছেন তিনি পুরুষ, তার বয়স ২১-৩০ বছরের মধ্যে।