রংপুরের সেই উপ-পুলিশ কমিশনারকে প্রত্যাহার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঘুষ বাণিজ্য এবং বাদীকে মারধরের অভিযোগে রংপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ শিবলি কায়সারকে প্রত্যাহার করে পুলিশ হেডকোয়ার্টার্সে সংযুক্ত করা হয়েছে।

শনিবার (১৫ মার্চ) বিকেলে ডিআইজি প্রশাসন কাজী ফজলুল করিম স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার ( প্রশাসন) হাবিবুর রহমান।

বিজ্ঞাপন

প্রত্যাহাকৃত পুলিশ কর্মকর্তা শিবলি কায়সারের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য এবং বৃহস্পতিবার বিকেলে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় মামলা করতে আসা পলাশ হাসান নামে এক বাদীকে মারধর ও কর্তব্যরত কনস্টেবলের রাইফেল কেড়ে নিয়ে ওই ব্যক্তিকে বেধড়ক পিটুনির অভিযোগ উঠেছে। এই ঘটনায় একটি অভ্যন্তরীণ সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ বিষয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রচারের পর এই কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।