সুন্দরবনের গহীনে গাছের ডাল থেকে বয়স্ক নারী উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাতক্ষীরা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাতক্ষীরা পশ্চিম সুন্দরবন রেঞ্জের বাদুজুলি খালের গাছের ডাল থেকে এক বয়স্ক নারীকে উদ্ধার করেছে জেলেরা।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় ওই নারীকে উদ্ধার করে নিয়ে আসেন গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের ফজের খাঁ এর ছেলে আলমগীর ও তার সঙ্গী রহমান গাজী দুই কাঁকড়া শিকারী জেলে।

বিজ্ঞাপন

উদ্ধার হওয়া নারীর বয়স আনুমানিক ৬৫ বছর। তার কাছে নাম শুনলে তিনি বলেন নাম শুকুরুন নেছা। তার স্বামীর নাম গফফার। তার একটি ছেলে রয়েছে নাম রফিকুল। এছাড়া আর কিছুই বলতে পারছেন না তিনি। কিছুটা মানুসিক ভারসম্যহীন বলে ধারণা করছেন এলাকাবাসী।

কাঁকড়া জেলে গাবুরা আলমগীর ও রহমান খাঁ জানান, নৌকায় দু’জন কাঁকড়া ধরতে গিয়েছিলাম। ফিরে আসার সময় বাধুজুলি খালের পাশে একটি গাছের ডালে ওই বৃদ্ধা নারী শুয়ে ছিলেন। আমরা ওই নারীকে দেখতে পেয়ে তাকে গাছ থেকে নামিয়ে বাড়িতে এনেছি এবং চেয়ারম্যান সাহেব কে বিষয় টা জানিয়ে বর্তমানে আমার বাসায় রেখে দিয়েছি।

বিজ্ঞাপন

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জি এম মাছুদুল আলম বলেন, আমি শুনেছি গাবুরা ৯নং সোনা গ্রামের আলমগীর খাঁ ও রহমান নামে দুই ছেলে সুন্দরবনে কাঁকড়া শিকার করতে গিয়ে ছিল। তারা বাড়ি ফেরার সময় নাকি এক বৃদ্ধ নারী গাছে ডালে শুয়ে ছিল দেখতে পায়। পরে তারা সেই নারীকে সুন্দরবন থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। বর্তমান তিনি অসুস্থ আছে তার বাড়িতে রেখে সুস্থ করা হয়েছে। এই বৃদ্ধা নারী বড় বড় নদী পার হয়ে গহীন বনে কীভাবে পোঁছালো, সেটিও বড় প্রশ্ন। এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।