ঢাকায় ২২ তম বিসিএস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ মার্চ) অফিসার্স ক্লাবে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
ফোরামের সভাপতি ও স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব জনাব হাফিজুল্লাহ্ খান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠেয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার্স ক্লাব ঢাকার সম্মানিত কোষাধ্যক্ষ, সরকারের অবসরপ্রাপ্ত সচিব জনাব এম এ খালেক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ২২ তম বিসিএস প্রশাসন ফোরামের সভাপতি শামসুল ইসলাম মেহেদী, ফোরামের সহসভাপতি পুলিশের অতিরিক্ত ডিআইজি মো: নাসির উদ্দিন শামীম, ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালের পরিচালক ডা. আয়শা আক্তার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন), সহযোগী অধ্যাপক মোঃ শাহজাহান, বিটিআরসির মহাপরিচালক এস ওয়াজেদ আলী, ফোরামের যুগ্মসম্পাদক ও তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ গোলাম আজম , ফোরামের কোষাধ্যক্ষ ও কাস্টমসের কমিশনার জনাব মোহাম্মদ আবু ওবায়দাসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ।
পবিত্র মাহে রমজান আসা মানেই যেন ছিলো অনিয়মই নিয়মে পরিণত হওয়া, সবজি থেকে মাছ, মাংস দাম বাড়তো সবকিছুরই। তবে ব্যতিক্রম ছিলো এ বছর। শীতকালের সবজির মৌসুম থাকায় ও সরকারি তদারকি ব্যবসায়ীরা কারসাজি করতে না পারায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম ছিলো হাতের নাগালেই। কিন্তু মৌসুম শেষ হয়ে আসায় কিছুটা ঊর্ধ্বমুখী দেখা গেছে সবজির দাম।
শুক্রবার (১৪ মার্চ) সকালে সরেজমিনে রাজধানীর ইব্রাহীমপুর ও কচুক্ষেত কাঁচা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। এ সময় সবজির মৌসুম শেষ হতে চলায় শিম, ফুলকপি, বেগুন ও ধনিয়াপাতাসহ কিছু পণ্যের দাম ঊর্ধ্বমুখী বলে জানান ব্যবসায়ীরা।
মৌসুম শেষে কিছুটা ঊর্ধ্বমুখী দেখা গেছে সবজির দাম
নাম প্রকাশে অনিচ্ছুক এক সবজি ব্যবসায়ী বার্তা২৪.কম কে বলেন, এখন মৌসুম শেষ হয়ে আসছে, তাই কিছু কিছু জিনিসের দাম কিছুটা বাড়ছে। আগে শিম ৪০ টাকা বিক্রি করলেও এখন ৬০ টাকা প্রতি কেজি বিক্রি করছি। ফুলকপি ১০-১৫-২০ টাকা বিক্রি করলেও এখন তা ২৫-৩০ টাকা বিক্রি করছি। বেগুন ৬০-৮০ টাকায় বিক্রি করছি।
বাজার ঘুরে দেখা যায়, অমৌসুমী সবজির দাম কিছুটা বাড়তি। এর মধ্যে ঢেঁড়স প্রতি কেজি বিক্রি হচ্ছে ১২০ টাকায়, পটল ১০০ টাকায়, বরবটি ১০০ টাকায় ও করলা ১০০ টাকায়।
ইফতারে প্রয়োজনীয় পণ্যের মধ্যে প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ৬০-১০০ টাকা, বেগুন প্রকারভেদে ৬০-৮০ টাকা, ছোলা ১০০ টাকা, বুট ৯০ টাকা, খেসারি ডাল ১২০ টাকায়। এছাড়াও আলু ২৩-২৫ টাকা, পেঁয়াজ ৩৫-৪০ টাকা, নতুন রসুন ১০০, রসুন আমদানি ২৪০ টাকা, আদা ১০০ টাকায় বিক্রি করতে দেখা যায়।
স্বস্তি দিচ্ছে আমিষ পণ্য। এর মধ্যে দাম কমেছে সোনালী ও ব্রয়লার মুরগীর। ১০-২০ টাকা দাম কমে প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে ১৯০ টাকায়। এছাড়াও সোনালী ২৮০-২৯০ টাকা, গরু ৭৮০ টাকা, প্রতি ডজন মুরগীর ডিম লাল ১২০ টাকা, সাদা ডিম ১১৫ টাকায় বিক্রি করতে দেখা যায়।
রোজায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কেমন জানতে চাইলে আরিফুর রহমান নামের এক ভোক্তা বলেন, এবার আলহামদুলিল্লাহ জিনিসপত্রের দাম নিয়ে স্বস্তিতেই আছি। রোজা আসলেই অন্যান্য বছর যেভাবে হঠাৎ করে দাম বেড়ে যেত এবার তা হয়নি। বাজার করে অনেকটা স্বস্তি নিয়েই ঘরে ফিরতে পারছি। আবার কিছু পন্যের দাম বাড়লেও সেখানে সরকার তদারকি করছে। এটা ভাল। আশা করি আগামীতেও এটা অব্যাহত থাকবে।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
শুক্রবার (১৪ মার্চ) সকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল ৯টায় রাজধানীর ইন্টার কন্টিনেন্টালে বৈঠকটি শুরু হয়।
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেন আন্তোনিও গুতেরেস। জাতিসংঘ মহাসচিব শুক্রবার সকালে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন।
এই সাক্ষাৎ শেষে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব একই বিমানে কক্সবাজারের উদ্দেশে রওনা দেবেন। সেখানে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করবেন তাঁরা।
কক্সবাজারে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকূল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা উখিয়ায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে যোগ দেবেন।
দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফারুক ই আজম কক্সবাজারে জাতিসংঘ মহাসচিবকে স্বাগত জানাবেন। জাতিসংঘ মহাসচিব গুতেরেস বিমানবন্দর থেকে সরাসরি উখিয়ায় যাবেন। সেখানে তিনি রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করবেন।
পরিদর্শন ও ইফতার শেষে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব একসাথে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন।
সারাদেশে তাপমাত্রা অপরিবর্তিত, সিলেটে আংশিক বৃষ্টির সম্ভাবনা
জাতীয় ডেস্ক, বার্তা২৪.কম
|
আবহাওয়া ভবন / ছবি: সংগৃহীত
জাতীয়
আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উপ-পরিচালকের পক্ষ থেকে আবহাওয়াবিদ (মোঃ তরিফুল নেওয়াজ কবির সাক্ষরিত পূর্বাভাসে শুক্রবার ১৪ মার্চসহ পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার এ তথ্য প্রকাশ করা হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আজ সকাল ০৯ টা থেকে সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
ফরিদপুর, রাজশাহী, ঈশ্বরদী, খুলনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলা সমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
ঢাকায় বাতাসের গতি ও দিক: পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় (০৮-১২) কি. মি.।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
শুক্রবার (১৪ মার্চ) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাৎ করতে আসেন তিনি। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার তা জানিয়েছেন।
আবুল কালাম আজাদ মজুমদার জানান, সাক্ষাৎ শেষে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব একই বিমানে কক্সবাজার ভ্রমণ করবেন। কক্সবাজারে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস
কক্সবাজারে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসনির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকূল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস উখিয়ায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং প্রায় এক লক্ষ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে যোগ দেবেন।
জাতিসংঘ মহাসচিব গুতেরেস বিমানবন্দর থেকে সরাসরি উখিয়ায় যাবেন। সেখানে তিনি রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করবেন।
পরিদর্শন ও ইফতার শেষে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব একসঙ্গে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন।