৩ দিন পর গুলিতে নিহত যুবকের লাশ ফেরত দিল ভারত
-
-
|

ছবি: প্রতীকী
পঞ্চগড়ের ভিতরগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি নাগরিক আল-আমিন (৩৬) মরদেহ ৩ দিন পর ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত কবির লাশ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (১১ মার্চ) রাত ৯টার দিকে বাংলাবান্ধা স্থলবন্দরের শূন্যরেখায় তেঁতুলিয়া মডেল থানা-পুলিশের কাছে লাশটি হস্তান্তর করেন ভারতের জলপাইগুড়ি জেলার কোতোয়ালি থানা-পুলিশ। পরে তেঁতুলিয়া মডেল থানা-পুলিশ নিহত আল আমিনের লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করেন।
লাশ হস্তান্তরের সময় বাংলাদেশের বিএসএফ ও পুলিশ ও ভারতীয় বিএসএফ ও পুলিশ এবং স্থানীয় জনপ্রতিনিধি ও নিহত আল-আমিনের স্বজনেরা উপস্থিত ছিলেন।
বিএসএফের গুলিতে নিহত আল আমিন পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের জিন্নাতপাড়া এলাকার সুরুজ আলীর ছেলে। তিনি সীমান্তে চোরাকারবারির সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে বিজিবি।
এর আগে গত ৮ মার্চ ভোরে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ ভিতরগড় সীমান্ত বিওপি এলাকার সীমান্ত পিলার ৭৪৪/৭ হতে আনুমানিক ৫০ গজ ভারতের অভ্যন্তরে ভাটপাড়া এলাকায় বিএসএফের গুলিতে আল-আমিন মারা যান।
ওই ঘটনার পর বিজিবির সঙ্গে শনিবার ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে ও সোমবার সেক্টর কমান্ডার পর্যায়ে দুই দফা পতাকা বৈঠক হয়। তখন পুলিশ ও হাসপাতালের আইনি কার্যক্রম শেষে লাশ ফেরত দেয়।