ইন্টারনেট শাটডাউন প্রতিরোধে স্টারলিংককে আমন্ত্রণ: প্রেস সচিব

  • স্টাফ করেস্পন্ডেন্ট, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সরকারের স্বার্থে ইন্টারন্টে যেন শাটডাউন করতে না পারে সে লক্ষ্যে বাংলাদেশে ইলন মাস্কের স্টারলিংককে উদ্যোগ নিয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানান তিনি। 

বিজ্ঞাপন

ফেসবুক পোস্টে প্রেস সচিব লিখেন, ‘ইলন মাস্কের স্টারলিংককে বাংলাদেশে আমন্ত্রণ জানানো এবং চালু করার মূল কারণ হল অনলাইন ব্যবসা চিরতরে বন্ধ করা।’

অতীত ঘটনাবলির প্রেক্ষিতে তিনি আরও জানান, ‘শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলে একাধিকবার ইন্টারনেট বন্ধ করে দেয় স্বৈরাচার। বিক্ষোভ দমন বা বিরোধীদের বড় কোনো আন্দোলন দমন করার জন্য ইন্টারনেট শাটডাউন স্বৈরশাসক ও স্বৈরাচারীদের একটি প্রিয় হাতিয়ার। কিন্তু এই প্রক্রিয়ায় কয়েক হাজার ফ্রিল্যান্সার ক্ষতিগ্রস্ত হয়েছে। কেউ কেউ তাদের চুক্তি এবং চাকরি চিরতরে হারান। বাংলাদেশের বাজারে স্টারলিংকের আগমন মানে ভবিষ্যতের কোনো সরকার ইন্টারনেট পুরোপুরি বন্ধ করতে পারবে না। অন্তত বিপিও ফার্ম, কল সেন্টার এবং ফ্রি ল্যান্সাররা নেট বন্ধ করার নতুন কোনো প্রচেষ্টায় কখনই আঘাত পাবে না।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, ইতোমধ্যে আগামী ৯০ কার্যদিবসের মধ্যে স্টারলিংক বাংলাদেশে চালু করার জন্য ইলন মাস্ককে বাংলাদেশ সফরে আসার আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।