আব্দুল্লাহ আল নোমান ছিলেন দল অন্তঃপ্রাণ নেতা: আমীর খসরু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির ভাইস চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আব্দুল্লাহ আল নোমান ছিলেন দল অন্তঃপ্রাণ নেতা।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

বিবৃতিতে আমীর খসরু বলেন, আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন দলের অন্তঃপ্রাণ নেতা এবং বিএনপির প্রতিষ্ঠাকালীন সময় থেকে দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে তার ভূমিকা ছিল অপরিসীম। তিনি গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সাহসী নেতৃত্ব দিয়েছেন।

নোমানকে দলের প্রতি নিবেদিত একজন নেতা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তার মৃত্যুতে দেশ ও জাতি এক সাহসী, সংগ্রামী ও বর্ণাঢ্য রাজনীতিবিদকে হারাল। দেশের উন্নয়নে তার অবদান চিরকাল স্মরণীয় থাকবে।

বিজ্ঞাপন

তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।