জুলাই গণহত্যার বিচার দাবিতে চট্টগ্রারে ছাত্রশিবিরের বিক্ষোভ-মিছিল
জুলাই গণহত্যায় জড়িতদের বিচার দাবিতে বন্দরনগরী চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবিরের।
বুধবার (২৭ নভেম্বর) বিকেলে নগরীর বহদ্দারহাট থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি মুরাদপুর-দুই নম্বর গেট এলাকায় গিয়ে শেষ হয়। পরে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আজিজুর রহমান আজাদ, কেন্দ্রীয় প্লানিং এন্ড ডেভেলপমেন্ট সম্পাদক ডা. ওসামা রাইয়ান।
এসময় চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সভাপতি ফখরুল ইসলাম ও মহানগর দক্ষিণের সভাপতি শহিদুল ইসলাম বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বলা হয়, অভ্যুত্থানের তিনমাস পার হলেও আওয়ামী লীগ ও তাদের দোসরদের ষড়যন্ত্র থেমে নেই। এখনো তারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পায়তারা করছে। জুলাই অভ্যুত্থানে হিন্দু-মুসলমান সকল ধর্ম ভেদাভেদ ভুলে আন্দোলন করেছিলেন ছাত্র-জনতা। কিন্তু পতিত সরকারে দোসর ও দিল্লি ষড়যন্ত্রে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র চলছে।
বক্তরা হুঁশিয়ারি করে দিয়ে বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তারা (আওয়ামী লীগ) হুংকার দিচ্ছে। আমরা বলে দিতে চাই। আপনার কাপুরুষের দল। আপনারা ছাত্রলীগ দিয়ে ও পেটুয়া পুলিশ দিয়ে আমাদের দমন করতে চেয়েছিলেন। রাষ্ট্রযন্ত্রের সকল শক্তি দিয়ে আমাদের দমন করার চেষ্টা করেছিলেন। আমরা ছাত্রসমাজ বলে দিয়েছিলাম কোনো ফ্যাসিবাদকে এই বাংলার মাটিতে আমরা টিকতে দেব না।