ইংরেজিকে যুক্তরাষ্ট্রের সরকারী ভাষা মনোনীত করছেন ট্রাম্প

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাষ্ট্রের সরকারী ভাষা হিসাবে ইংরেজিকে মনোনীত করে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এসোসিয়েটেড প্রেস (এপি)

বিজ্ঞাপন

হোয়াইট হাউসের তথ্যানুসারে, ফেডারেল পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি কোনও ভাষা নেই। নির্দিষ্ট কিছু রাজ্যের জন্য এই বিষয়টি সমস্যা তৈরি করেছে। এই আদেশ ইংরেজি ছাড়া অন্য ভাষায় নথি এবং পরিষেবাগুলি চালিয়ে যেতে হবে কিনা তা নির্বাচন করার অনুমতি দেবে৷

এর আগে, দেশটির সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সরকারি ভাষা হিসাবে ইংরেজিকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বিষয়ে শিগগিরই তিনি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন। তবে নির্বাহী আদেশে স্বাক্ষরের নির্দিষ্ট সময়ের বিষয়ে বিস্তারিত কোনও তথ্য জানা যায়নি।

বিজ্ঞাপন