২৫ বছর পর কেবিসি ছাড়ছেন অমিতাভ বচ্চন, পরবর্তী সঞ্চালক কে!
-
-
|

কেবিসি’র হটসিটে অমিতাভ বচ্চন / ছবি: সংগৃহীত
নব্বই দশকের শেষে ক্যারিয়ারও যখন ধসের পথে তখন খড়কুটোর মতো ছোট পর্দাকেই আঁকড়ে ধরেছিলেন বলিউডের ‘শাহেনশা’ অমিতাভ বচ্চন। জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বানেগা ক্রোড়পতি’ (কেবিসি) উপস্থাপনের জনপ্রিয়তা বিগ বি‘র সাফল্যে নতুন পালক যুক্ত করে। তিনি একে একে ১৬ টি সিজন পার করেছেন এই শো’য়ের সঙ্গে যুক্ত থেকে। এবার বোধহয় বিদায় নিয়েই নেবেন অমিতাভ বচ্চন।
৮২ বছর বয়েসি অভিনেতা আর বেশি ধকল নিতে পারছেন না। তার শরীর সঙ্গ দিচ্ছে না, সংলাপ মনে রাখতেও কষ্ট হচ্ছে। শরীরে জড়তা গ্রাস করায় জনপ্রিয় রিয়েলিটি শো ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অমিতাভ বচ্চন। বলিপাড়ায় গুঞ্জন তার বিদায়ের পর শো’য়ের সঞ্চালকের গুরুদায়িত্ব যেতে পারে তারই পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন কিংবা ‘বচ্চন পরিবারের বড় ছেলে’ খ্যাত অভিনেতা শাহরুখ খানের কাছে।

অমিতাভ এখনও পর্যন্ত সরাসরি মুখে কিছু না জানালেও বলিউডে এমনই গুঞ্জন। টেলিভিশন চ্যানেলকে গতবছরেই অনুরোধ করেছিলেন, কেবিসির সঞ্চালকের জায়গায় তার বিকল্প খুঁজে নেওয়ার জন্য। চ্যানেল উপযুক্ত কাউকে না পাওয়ায় ১৬তম সিজন়েও দেখা যাচ্ছে অমিতাভকে। তবে আর সম্ভব হচ্ছে না, এটাই নাকি তার শেষ পর্ব।
অনুষ্ঠানের ১৫তম সিজনেই আবেগঘন হয়ে পড়েছিলেন তিনি। সেবারই বিদায় নেওয়ার কথা ছিল। তবে যোগ্য উপস্থাপক না পাওয়ায় শো কর্তৃপক্ষের অনুরোধে ১৬ তম সিজনেও ফিরেছেন অমিতাভ। আজ থেকে ২৫ বছর আগে এই রিয়্যালিটি শো-এর মাধ্যমে ছোট পর্দায় পা রাখেন অমিতাভ। তখন তিনি ৫৭ বছরের মধ্যবয়স্ক অভিনেতা। বলিউডের ‘ওপেন সিক্রেট’, সেই সময় বচ্চন পরিবার প্রচণ্ড অর্থাভাবে জর্জরিত।

‘অ্যাংরি ইয়ংম্যান’র চরিত্রে আর বেগ পাচ্ছিলেন না অমিতাভ। একের পর এক সিনেমা ব্যর্থ। দেনার দায়ে বাড়ি বিক্রির মতো অবস্থা। অভিষেকের বিদেশের পড়া শেষ না করেই দেশে ফেরা বা অভিনেত্রী কারিশমা কাপুরের সঙ্গে সম্পর্ক ভাঙার জন্যও কোনোভাবে দায়ী ছিল এই একই কারণ। অসহায় অমিতাভ এক প্রকার বাধ্য হয়েই আপন করে নিয়েছিলেন এই শো। রিয়্যালিটি শোটি যেমন অমিতাভের সঞ্চালনায় আন্তর্জাতিক স্তরেও পরিচিতি পায়, একই ভাবে অভিনেতার দিন ফেরে এই শো-এর দৌলতেই।
তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা