নার্গিসের বোনের বিরুদ্ধে প্রাক্তন প্রেমিককে পুড়িয়ে হত্যার অভিযোগ!
অনেক দিন অভিনয় নিয়ে চর্চায় না থাকলেও সম্প্রতি ‘হাউজফুল ৫’-এর মতো তারকাবহুল সিনেমায় নাম লিখিয়ে আলোচনায় এসেছেন ই ভারতীয় বংশোদ্ভূত মার্কিন অভিনেত্রী নার্গিস ফাকরি। তবে এবার অভিনয় নয়, বোনের কারণে খবরের শিরোনামে অভিনেত্রী। তার বোন আলিয়া ফাকরির বিরুদ্ধে উঠেছে জোড়া খুনের অভিযোগ। নার্গিসের বোন নাকি তার প্রাক্তন প্রেমিক ও সেই প্রেমিকের বর্তমান প্রেমিকাকে পুড়িয়ে হত্যা করেছেন।
অভিনয়জগতের চেনা মুখ নার্গিস। বোনের সূত্রে তাই তার নাম জড়িয়ে গিয়েছে এই খুনের ঘটনায়। তবে এ ঘটনা নিয়ে তিনি কোনো প্রতিক্রিয়া দেননি।
অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, একমাত্র বোন আলিয়ার সঙ্গে নাকি ২০ বছর আগেই সব যোগাযোগ বন্ধ করেছেন ‘রকস্টার’ অভিনেত্রী। তবে কী কারণে বোনের সঙ্গে নার্গিসের কোনো সম্পর্ক নেই, তা এখনো স্পষ্ট নয়। নার্গিসও নাকি বোনের এই ঘটনা সংবাদমাধ্যম সূত্রেই জানতে পেরেছেন।
নার্গিস তার বোনের দিকে ওঠা অভিযোগ–সংক্রান্ত কোনো মন্তব্য করেননি ঠিকই, তবে এই বিতর্কের মধ্যেই অভিনেত্রীর সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে উঠেছে তার আসন্ন ছবিরই একঝলক। ইনস্টাগ্রাম স্টোরিতে ছবির সেই ঝলক পোস্ট করে নার্গিস লিখেছেন, ‘আমরা আসছি।’ ছবিতে নার্গিসের সঙ্গে আরও দুই অভিনেত্রী জ্যাকুইলিন ফার্নান্দেজ ও সোনম বাজওয়াকে দেখা যাচ্ছে।
প্রশ্ন উঠছে, কেন বোনের ঘটনায় কোনো রকম প্রতিক্রিয়া নেই নার্গিসের? অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, একমাত্র বোন আলিয়ার সঙ্গে নাকি ২০ বছর আগেই সব যোগাযোগ বন্ধ করেছেন ‘রকস্টার’ অভিনেত্রী। তবে কী কারণে বোনের সঙ্গে নার্গিসের কোনো সম্পর্ক নেই, তা এখনো স্পষ্ট নয়। নার্গিসও নাকি বোনের এই ঘটনা সংবাদমাধ্যম সূত্রেই জানতে পেরেছেন।
নার্গিসের বোন আলিয়া যুক্তরাষ্ট্রের বাসিন্দা। নিউইয়র্কের কুইনসে তার জন্ম। সেখানেই থাকতেন তিনি। বছর আটেকের ছোট এডওয়ার্ড জ্যাকবস নামের এক তরুণের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন আলিয়া। কিন্তু সেই সম্পর্ক পরে ভেঙে যায়। তবে মেনে নিতে পারেননি আলিয়া। প্রাক্তন প্রেমিক নতুন করে সম্পর্কে জড়িয়েছেন জানতে পেরেই প্রতিশোধের জেদ মাথায় চাপে তাঁর।
গত ২ নভেম্বর জ্যাকবসের বাড়িতে আগুন লেগে যায়। সে সময় ওই বাড়িতে ছিলেন তার বর্তমান প্রেমিকা অ্যানাস্টাশিয়া স্টার ইটেইনও। নিছক দুর্ঘটনা নয়, তদন্ত শুরু করে জানতে পারে পুলিশ। এই অভিযোগেই গ্রেপ্তার করা হয় আলিয়াকে।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস