দুবাইয়ে ইসলামী ব্যাংকের সুধী সমাবেশ

  • ইউএই করেসপন্ডেন্ট, বাতা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের গ্রাহকদের নিয়ে সুধী সমাবেশ করেছে ইসলামী ব্যাংক।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে দুবাইয়ের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মিফতাহ উদ্দীন।

বিজ্ঞাপন

মিফতাহ উদ্দীন বলেন, ‘বর্তমানে সপ্তাহে সাতদিন ২৪ ঘণ্টা রেমিট্যান্স সেবা গ্রহণের ব্যবস্থা রয়েছে। এছাড়া ইসলামী ব্যাংকে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স উত্তোলন করতে আসা স্বজনদের জন্য প্রতিটি শাখায় একটি রেমিট্যান্স লাউঞ্জ করা হবে। আগামী তিন মাসের মধ্যে এটি বাস্তবায়ন হবে।’

এসময় প্রবাসীরা বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়নে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। আগামীতে ব্যাংকগুলোকে সেই তুলনায় সেবার মান বাড়াতে হবে। যাতে করে প্রবাসীরা অবৈধ পন্থা পরিহার করে ব্যাংকিং চ্যানেলে লেনদেনে উৎসাহিত হন।

বিজ্ঞাপন

গ্রাহক ও সুধী সমাবেশে অন্যান্যের মাঝে আবদুস সবুর, রাজা মল্লিক, কাজী মোহাম্মদ আলী, নেসার রেজা খান, সাইফুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।