ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের কার্যক্রম বন্ধে বাংলাদেশ ব্যাংকের সম্মতি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার আবেদনে সম্মতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১৩ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

জানা গেছে, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান নিজেদের ডাটা সেন্টার স্থানান্তর করতে চায়। এজন্য প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে বাংলাদেশ ব্যাংকের সম্মতি চেয়ে আবেদন করে। কেন্দ্রীয় ব্যাংক আগামী ১৯ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ব্যাংকটির কার্যক্রম বন্ধ রাখতে সম্মতি দিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়, উপর্যুক্ত বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, ডাটা সেন্টার স্থানান্তরের উদ্দেশ্যে ১৯ নভেম্বর ২০২৩ তারিখ হতে ২৩ নভেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের (বাংলাদেশ অপারেশনস) সব ধরণের ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার বিষয়ে উক্ত ব্যাংকের আবেদনে সম্মতি জ্ঞাপন করা হয়েছে।

বিজ্ঞাপন

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সম্মতি জ্ঞাপন করা হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে উল্লেখ করা হয়েছে। সার্কুলারটি দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ১৯৯৪ সাল থেকে বাংলাদেশে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান।