দশ দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৭৭৮ কোটি টাকা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরেই কমছে রিজার্ভ। সম্প্রতি এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা আকুর বিল শোধের পর ১৯ বিলিয়নের ঘরে নেমে এসেছে রিজার্ভ। চলমান এ সংকটের মধ্যে আশা দেখাচ্ছে প্রবাসী আয়। চলতি নভেম্বর মাসের প্রথম ১০ দিনে বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীরা ৭৯ কোটি ৪৪ লাখ ডলারের সমপরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৮ হাজার ৭৭৮ কোটি ১২ লাখ টাকা (প্রতি ডলার ১১০ টাকা ৫০ পয়সা হিসেবে)। আর প্রবাসী আয়ে প্রণোদনাসহ হিসেব করলে যার পরিমাণ ৯ হাজার ১৩৫ কোটি টাকার বেশি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ১০ দিনে প্রবাসীরা সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে। বেসরকারি ৪২টি ব্যাংকের মাধ্যমে প্রবাসীরা পাঠিয়েছেন ৭২ কোটি ৩২ লাখ ডলার সমপরিমাণের রেমিট্যান্স। যা ১০ দিনে প্রেরিত মোট রেমিট্যান্সের ৯১ দশমিক ০৪ শতাংশ।

রাষ্ট্রায়ত্ব ব্যাংগুলোর মাধ্যমে এই সময়ে প্রবাসীরা ৪ কোটি ৯৪ লাখ ডলার সমমূল্যের রেমিট্যান্স পাঠিয়েছেন। বিশেষায়িত দুই ব্যাংকের মাধ্যমে গত ১০ দিনে রেমিট্যান্স এসেছে ১ কোটি ৯৫ লাখ ডলার। আর দেশে কার্যরত বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে একই সময়ে ২৪ লাখ ডলার সমপরিমাণের রেমিট্যান্স এসেছে।

বিজ্ঞাপন

গত ১০ দিনে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের পছন্দের শীর্ষে ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ফলে এবারও সবচেয়ে বেশি ১৩ কোটি ৮৪ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে এই ব্যাংকের মাধ্যমে। যা মোট রেমিট্যান্সের ১৭ দশমিক ৪২ শতাংশ।

রাষ্ট্রায়ত্ত্ব বাংলাদেশ ডেভেলোপমেন্ট ব্যাংক (বিডিবিএল) এবং বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) আলোচ্য সময়ে কোন রেমিট্যান্স আহরণ করতে পারেনি। বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে কমিউনিটি ব্যাংক, সিটিজেন ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক ও সীমান্ত ব্যাংকের মাধ্যমে গত ১০ দিনে কোনো রেমিট্যান্স আসেনি। এছাড়াও দেশে কার্যরত বিদেশি ব্যাংকগুলোর মধ্যে সিআইটিআই ব্যাংক এনএ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং উরি ব্যাংক লিমিটেডও এ সময়ে রেমিট্যান্স আহরণ করতে পারেনি।