হিলিতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, হিলি (দিনাজপুর)
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দিনাজপুরের হিলি-হাকিমপুরে গলায় ফাঁস দিয়ে আব্দুর রাজ্জাক (২০) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (১৮ জুন) দুপুরে উপজেলার বিশাপাড়া বটতলী গ্রামের নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আব্দুর রাজ্জাক মৃত ইয়াদ আলীর ছেলে।

বিজ্ঞাপন

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বার্তা২৪.কমকে জানান, মঙ্গলবার সকালে আব্দুর রাজ্জাক নিজ ঘরের বর্গার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহে উদ্ধার করে। তবে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে হাকিমপুর থানায় আপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন