গণজাগরণ মঞ্চের লাকিকে গ্রেফতারের দাবিতে মধ্যরাতে ইবিতে বিক্ষোভ

  • ইবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

২০১৩ সালে গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তার সহ তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় তারা লাকি আক্তারকে গ্রেফতারে অন্তর্বর্তীকালীন সরকারকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন।

মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাত পৌনে ২টায় বিশ্ববিদ্যালয়ের জিয়ামোড় থেকে একটি মিছিল বের করে শিক্ষার্থীরা৷ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেইন গেটে অবস্থান নেয় এবং সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন।

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা ‘ওয়ান টু থ্রি ফোর, শাহবাগ নো মোর; ল তে লাকি, তুই হাসিনা তুই হাসিনা, চব্বিশের বাংলায় শাহবাগের ঠাঁই নাই, শাহবাগীরা মিছিল করে, ইন্টেরিম কী করে; লাকী ধর বস্তায় ভর, নয়াদিল্লী পাচার কর ইত্যাদি স্লোগান দেন।

সমাবেশে বক্তারা বলেন, ইন্টেরিমের কাছে প্রশ্ন রাখতে চাই, এই লাকীর মতো ফ্যাসিবাদী হাসিনার দোসর কীভাবে এখনো মুক্ত বাতাসে ঘোরাফেরা করছে। এই লাকী ও তার দোসররা ২০১৩ সালে যারা বিচারহীনতার সংস্কৃতি কায়েম করে ফ্যাসিবাদী হাসিনাকে শক্তিশালী করেছিল। অবিলম্বে যারা আজ পুলিশের ওপর হামলা করেছে, তাদেরসহ লাকি আক্তারকে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। এই লাকী আক্তারদের বিচার এই বাংলাদেশে অবশ্যই করতে হবে। সে যেন হাসিনার মতো কোনভাবেই ভার‍তে পালাতে না পারে।

বিজ্ঞাপন