ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে চবিতে মানববন্ধন

  • চবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

চবিতে মানববন্ধন/ছবি: বার্তা২৪.কম

চবিতে মানববন্ধন/ছবি: বার্তা২৪.কম

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে আগ্রাসন বিরোধী ছাত্র ঐক্যের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায়। ভারতীয় আগ্রাসন রুখে দাও রুখে দাও, উগ্রবাদের ঠিকানা এই বাংলায় হবে না, ইসকন সনাতন এক নয় এক নয়, দিল্লি না ঢাকা ঢাকা ঢাকা, দালালি না রাজপথ রাজপথ রাজপথ, হিন্দু মুসলিম ভাই ভাই ইসকনের রক্ষা নাই, সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ সাকিব বলেন, সাইফুল ইসলাম আলিফকে পরিকল্পিতভাবে হত্যা করেছে ইস্কনের জঙ্গিরা। তিনি জুলাই আন্দোলনে সোচ্চার ছিলেন এবং ইস্কনের বিরুদ্ধে লেখালেখি করতেন। যেকারণে তাকে খুন হতে হয়েছে। এই হত্যায় জড়িত ইসকনের সন্ত্রাসীদের বিচার চাই।

বিজ্ঞাপন

এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড.মোজাম্মেল হক বলেন, আমরা হত্যার বিনিময়ে হত্যা করব না। আমরা ষড়যন্ত্রকারীদের ফাঁদে পা দিব না। এই দেশে সংখ্যালঘুরা সুযোগ সুবিধা পেয়ে তারা শিক্ষা সহিত্য সংস্কৃতিতে এগিয়ে গিয়েছে। এদেশে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও ইসলামপন্থী হওয়ার কারণে অনেক পিছিয়ে রয়েছে। আমাদের জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যেতে হবে তবেই শহীদদের আত্মত্যাগ সফল হবে।

উল্লেখ্য, মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম আদালত এলাকায় বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে তার অনুসারীদের হামলায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য ও রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ নিহত হন।