‘নোয়াখালী এক্সপ্রেস’ লাইনচ্যুত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

রাতে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়/ছবি: বার্তা২৪.কম

রাতে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়/ছবি: বার্তা২৪.কম

কুমিল্লার শশীদল স্টেশনে নোয়াখালী থেকে ঢাকাগামী 'নোয়াখালী এক্সপ্রেস'র লোকোমোটিভ (ইঞ্জিন) লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (২৮ ডিসেম্বর) দিনগত রাত ১টা ৩০মিনিটে ট্রেনটি লাইনচ্যুত হয়।

বিজ্ঞাপন

ঢাকা বিভাগের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুজ্জামান মল্লিক বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লাইনচ্যুত হওয়ার ফলে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেনটি নোয়াখালী-ঢাকা-নোয়াখালী রুটে চলাচল করে। 

বিজ্ঞাপন

এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বর্তমানে এর উদ্ধার কাজ চলমান। কাজ শেষে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।