কুমিল্লায় ছাদ ধসে নিহত ১, আহত ১৩
কুমিল্লায় রূপায়ণ গ্রুপের একটি নির্মাণাধীন ভবনের ছাদ ধসে একজন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১৩ জন।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে মধ্যে ১০ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং তিনজনকে কুমিল্লা জেনারেল (সদর) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ওই শ্রমিকের নাম রেজা আহমেদ (১৮)। তার বাড়ি রংপুরে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রূপায়ণ গ্রুপের মালিকানাধীন নির্মাণ কাজ চলা ওই ভবনটির নাম ছিল দেলোয়ার টাওয়ার। শুক্রবার সকাল থেকেই নির্মানাধীণ ভবনের ছাদে ঢালাইয়ের কাজ চলছিল। সন্ধ্যা সোয়া ৫টায় হঠাৎ করেই ছাদের দক্ষিণ অংশ ধসে পড়ে। এতে ঢালাই কাজে নিয়োজিত আনুমানিক ৫০ জন শ্রমিকের মধ্যে অন্তত ১৪ জন চাপা পড়ে আহত হয়। ঘটনার পরপরই দমকল বাহিনীর ছয়টি ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ চালায়। তবে আহতদের মধ্যে শ্রমিক রেজা ঘটনাস্থলেই মারা যান।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আনোয়ারুল হক। তিনি জানান, ঘটনার সময় ভবনটির ভেতরে ১১ জন শ্রমিক কাজ করছিলেন। এদের মধ্যে ১ জন মারা গেছেন। বাকিদের মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে আমরা এখনো হতাহতদের নাম-পরিচয় জানতে পারিনি। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।
ভবনটিতে চাপা পড়ার পর উদ্ধার হওয়া সবুজ নামের এক শ্রমিক জানান, আমরা প্রতিদিনের মতো কাজ করছিলাম। হঠাৎ ভবনের ছাদ ধসে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই আমরা ভবনের ভেতরে আটকা পড়ি। একজন মারা গেছে। আর আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিন্টু ব্যাপারীকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে কুমিল্লা জেলা প্রশাসন।