কুমিল্লায় কাভার্ডভ্যানে চালকের রক্তাক্ত লাশ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,কুমিল্লা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

কুমিল্লার বুড়িচংয়ে রাস্তার পাশে থামানো একটি কাভার্ডভ্যান থেকে মো. আলমগীর হোসেন নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই কাভার্ডভ্যানের চালক ছিলেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার নিমসার বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করে বুড়িচং থানা পুলিশ। নিহত আলমগীর লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা সদরের নসু মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

বুড়িচং থানার অফিসার ইন-চার্জ (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, খবর পেয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ওই কাভার্ডভ্যান থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।