বিদেশি পিস্তল-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঝিনাইদহ
  • |
  • Font increase
  • Font Decrease

আটক হওয়া আসামি ও উদ্ধার হওয়া অস্ত্র, ছবি: সংগৃহীত

আটক হওয়া আসামি ও উদ্ধার হওয়া অস্ত্র, ছবি: সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জ থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) মধ্যরাতে কালীগঞ্জের বারোবাজার এলাকা থেকে জোয়েব হোসেন শাকির (৪২) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত শাকির যশোরের বারান্দিপাড়া এলাকার আব্দুল আউয়ালের ছেলে।

বিজ্ঞাপন

র‍্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাসুদ আলম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কালীগঞ্জে অভিযান চালানো হয়। সে সময় সন্দেহ হলে শাকিরকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৪টি বিদেশি পিস্তল, ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তিনি পেশায় একজন ইজি বাইকের ব্যাটারি ব্যবসায়ী। তিনি ব্যাটারির ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন ধরে অস্ত্রের ব্যবসা করে আসছেন।

বিজ্ঞাপন