ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ ডাকাত আটক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঝিনাইদহ
  • |
  • Font increase
  • Font Decrease

আটক বিল্লাল হোসেন, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

আটক বিল্লাল হোসেন, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সাড়াতলা মাঠ থেকে অস্ত্র ও গুলিসহ বিল্লাল হোসেন (৩৩) নামের এক ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার (১৮ নভেম্বর) তাকে আটক করা হয়। আটককৃত বিল্লাল হোসেন ওই এলাকার রবিউল ইসলামের ছেলে।

মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে সাড়াতলা মাঠ এলাকায় ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে বিল্লাল হোসেনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি দেশীয় তৈরির ওয়ান শুটার গান ও ১ রাউন্ড গুলি।

বিজ্ঞাপন

বিল্লাল হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি করে আসছিল বলেও জানান ওসি।