চাকরি পেতে অ্যাপেলের সাইট হ্যাক!

স্টার্টআপ, টেক

টেক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 07:43:15

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের এক কিশোর টেক জায়ান্ট অ্যাপেলের সিস্টেম হ্যাক করেছে। তবে একবার নয় এর আগেও সে হ্যাক করেছে।

আদালতে এ সংক্রান্ত এক শুনানিতে বলা হয়েছে, কিশোরটি ১৩ বছর বয়সে প্রথম অ্যাপেলের সিস্টেম হ্যাক করেছে এবং দ্বিতীয়বার ১৫ বছর বয়সে হ্যাক করেছে। জিজ্ঞাসাবাদে কিশোরটি বলে, অ্যাপেলের মতো একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে নিজের জন্য চাকরি নিশ্চিত করতেই সে এমনটি করেছে।

তবে অ্যাপেলের সিস্টেমটি দ্বিতীয়বারের সময় বিষয়টি অ্যাপেল কর্তৃপক্ষের নজরে আসে। পরবর্তীতে অ্যাপেল যুক্তরাষ্ট্রের প্রশাসনের দ্বারস্থ হলে তারা অস্ট্রেলিয়ার প্রশাসনের সাথে যোগাযোগ করলে বিষয়টি নিশ্চিত হয়।

সোমবার (২৭ মে) শুনানিতে প্রসিকিউটর বলেন, ‘এই হ্যাকিং এর ফলে অ্যাপেলের কোন প্রকার ক্ষতি হয়নি। মূলত কিশোরটি অ্যাপেলে নিজের চাকরি নিশ্চিত করার জন্য অ্যাপেলের সিস্টেম হ্যাক করেছে।’

এর আগে এই কিশোর নিজের স্বীকার উক্তিতে বিভিন্ন সাইটে অনধিকার প্রবেশের কথা স্বীকার করে।

সূত্র: দ্যা গার্ডিয়ান।

 

এ সম্পর্কিত আরও খবর