ফাহমিদুলকে ফেরাতে সমর্থকদের বিক্ষোভ

ফুটবল, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম |

ফাহমিদুলকে ফেরাতে সমর্থকদের বিক্ষোভ

বাংলাদেশের ফুটবলকে ঘিরে বিক্ষোভ নতুন কোনো ঘটনা নয়। এর আগের বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন কিংবা তার আমলে বোর্ডের অন্যান্য সদস্যদের নিয়ে বিক্ষোভ-সমাবেশ কম হয়নি। তবে সমর্থকদের এবারের বিক্ষোভ অন্য কারণে। জাতীয় দল থেকে কোনো ফুটবলার বাদ পড়ায় সমর্থকরা এবারই প্রথম মাঠে নেমেছেন।

বাফুফের বিরুদ্ধে যে এমন একটা বিক্ষোভ হবে তা সকাল থেকেই আন্দাজ করা যাচ্ছিল। ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুলকে দলে না রাখাকে ঘিরে সকাল থেকেই উত্তাল ফুটবল অঙ্গন। যা আজ সন্ধ্যার পরে চূড়ান্ত রূপ নিয়েছে।

ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছিল ফাহমিদুলকে। কোচ হ্যাভিয়েরের অধীনে সৌদি আরবে এক সপ্তাহ ক্যাম্পের পাশাপাশি অনুশীলন ম্যাচও খেলেছে সে। তবে সুনির্দিষ্ট কোনো কারণ না দেখিয়ে আকস্মিকভাবে তাকে বাদ দেওয়া হয়েছে দল থেকে। যার কারণে ইতালি ফিরে গেছেন এ ফুটবলার। তাই স্বাভাবিকভাবেই ক্ষোভে ফেটে পড়েছেন ফুটবলপ্রেমীরা।

বাফুফে ভবনের সামনে আন্দোলনে থাকতেই সেখানে ইফতার করেন সমর্থকরা। এরপর সেখান থেকে টিম হোটেল ইন্টারকন্টিনেন্টালে সামনে যাওয়ার কর্মসূচি নিয়েছেন সমর্থকরা। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনেও তারা কিছুক্ষণ অবস্থান নিয়েছিলেন।

আগামী ২০ মার্চ বাংলাদেশ দল ভারতের উদ্দেশ্যে রওনা হবে। তার আগে আগামীকাল (বুধবার) সাংবাদিক সম্মেলনে ঘোষণা হতে পারে বাংলাদেশের ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড। ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের বিপক্ষে তাদের মাটিতে খেলতে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।

এ সম্পর্কিত আরও খবর

right arrow