ইমরানের খানের জন্য জরিমানা গুণতে হচ্ছে জামালকে

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম |

চ্যাম্পিয়ন্স ট্রফির দুঃস্বপ্ন থেকে বের হতে পারেনি পাকিস্তান। দিন গড়ালেও নতুন করে সমালোচনার মুখে পড়ছে বাবর আজমরা। বৈশ্বিক এই আসরে দলের ভরাডুবির পর খেলোয়াড়দের নিয়ে কঠোর হচ্ছে বাবর আজমদের বোর্ড। ম্যাচে শৃঙ্খলা ভঙ্গের দায়ে আট খেলোয়াড়কে বড় অঙ্কের জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তানি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে বোর্ডের আচরণবিধি না মানায় আট খেলোয়াড়কে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ লাখ টাকা জরিমানা করেছে পিসিবি। যেখানে আবার বোর্ডের নিরপেক্ষতার নীতি ভাঙায় আমের জামালকে গুনতে হবে প্রায় ৫ লাখ ৬৩ হাজার টাকা।

পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক স্লোগান লেখা হ্যাট পরায় জামালকে জরিমানা করা হয়েছে। ২০২৪ সালের অক্টোবরে পাকিস্তান-ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্টের সময় মুলতানে ওই হ্যাট পরে মাঠে সম্প্রচার ক্যামেরার সামনে কথা বলেন জামাল।

২০২৩ সালের মে মাস থেকে কারাগারে অন্তরীণ আছেন ইমরান খান। চলতি বছরের জানুয়ারিতে একটি দুর্নীতি মামলায় তার ১৪ বছরের সাজা হয়েছে। ইমরানের রাজনৈতিক দলের নেতাকর্মীরা তার মুক্তির দাবি ও রাজনৈতিক স্লোগানে ‘৮০৪’ কথাটি ব্যবহার করে। আর আমের জামাল সেই একই সংখ্যা চিহ্নিত হ্যাট পড়ার কারণে জরিমানা গুণছেন।

এদিকে পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আগাসহ সাইম আইয়ুব, আবদুল্লাহ শফিক ও আব্বাস আফ্রিদিদেরও গুণতে হবে জরিমানা। গেল বছরের শেষদিকে দক্ষিণ আফ্রিকা সফরে নিয়ম ভেঙ্গেছিলেন তারা। পাশাপাশি গত নভেম্বরে অস্ট্রেলিয়ার সফরের সময় হোটেলে দেরিতে ফেরায় নাম প্রকাশ না করা আরো তিন ক্রিকেটারকেও জরিমানা করেছে পিসিবি।

এ সম্পর্কিত আরও খবর