ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দেশের অলরাউন্ডার ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। প্রায় ১৮ বছর ধরে লাল-সবুজ জার্সিতে দেশকে প্রতিনিধিত্ব করা এই সিনিয়র খেলোয়াড়ের শেষটা অবশ্য সুখকর ছিল না। তবে বিদায়বেলা সব ছাড়িয়ে দেশকে লম্বা সময় ধরে দুর্দান্ত ক্রিকেট উপহার দেওয়া এই ক্রিকেটারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গতকাল বুধবার রাতে অবসরের ঘোষণা দেন ৩৯ বছর বয়সী এই ব্যাটার। তার এই ঘোষণার পর আজ বৃহস্পতিবার এক বিবৃতি প্রকাশ করেছে বিসিবি। সেখানে তারা লিখেছে, ‘বাংলাদেশ দলে অসাধারণ অবদানের জন্য মাহমুদউল্লাহকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছে বিসিবি। বুধবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করা এই অভিজ্ঞ ক্রিকেটার ১৮ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তি টেনেছেন।’
সেখানে আরো বলা আছে, ‘বিভিন্ন ফরম্যাটে সব মিলিয়ে মাহমুদউল্লাহ ৪৩০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন যেখানে রান করেছেন ১১,০৪৭ রান এবং উইকেট নিয়েছেন ১৬৬টি। আইসিসি ইভেন্টে বাংলাদেশি খেলোয়াড় হিসেবে সর্বাধিক ৪ টি সেঞ্চুরি করার গৌরব রয়েছে তার এবং ওয়ানডেতে বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ এবং টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। তিনি ছয়টি টেস্ট ম্যাচ এবং ৪৩টি টি-টোয়েন্টি আন্তর্জাতিকে জাতীয় দলের নেতৃত্ব দেওয়ার গৌরব অর্জন করেছেন।'
মাহমুদউল্লাহর ইমপ্যাক্ট নিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, ‘গুরুত্বপূর্ণ মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য পারফর্মারদের একজন হিসেবে খ্যাতি অর্জন করেছেন তিনি (মাহমুদউল্লাহ)। ব্যাটিং হোক বা বোলিং, যখন দলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তখনই তিনি সেরাটা করে দেখিয়েছেন। চ্যালেঞ্জিং পরিস্থিতিতে তার শান্ত আচরণ এবং মাঠে তার নেতৃত্ব বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্বদের একজন হিসেবে তার মর্যাদাকে সুদৃঢ় করেছে। আমরা তার ভবিষ্যতের সকল প্রচেষ্টায় তার সাফল্য কামনা করি। একইসঙ্গে এটাও বিশ্বাস করি যে তার অভিজ্ঞতা দিয়ে তিনি বাংলাদেশের ক্রিকেটকে সমৃদ্ধ করে তুলবেন।’