২০১৭ সালের পর দীর্ঘ বিরতি দিয়ে আবারও শুরু হয়েছে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপ। আসরের শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ভারতের কাছে নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল ৬৪-২৩ পয়েন্টে।
সেমিতে খেলার স্বপ্ন যখন আর এক ম্যাচ হারলেই শেষ,তখন দেয়ালে পিঠ ঠেকে যাওয়া বাংলাদেশ ঘুরে দাড়ালো দারুণভাবে। নিজেদের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে ৫২-১২ পয়েন্টে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। আর এ জয়ে সেমিতে ওঠার স্বপ্ন ভালোভাবেই টিকে থাকলো বাংলাদেশের।
প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হারটা অবশ্য প্রতিক্ষীত ছিল। কাবাডিতে ভারত শক্তিশালী দল। এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে টানা চারবারের চ্যাম্পিয়ন ভারত। ২০২৩ সালের এশিয়ান গেমসের নারী কাবাডিতে তারা স্বর্ণপদক জিতেছে। তাই ভারতের বিপক্ষ বাংলাদেশ চেয়েছিল প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে। তবে তা পারেনি। হেরেছে বড় ব্যবধানে।
চার দলের মাধে দুই দল যাবে সেমিতে। তাই নিজেদের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের মেয়েদের। আগের ম্যাচে থাইল্যান্ডের কাছে ৪৫-২৪ পয়েন্টে হারা মালয়েশিয়া বাংলার মেয়েদের কাছে পাত্তাই পায়নি। উড়ে গেছে ৫২-১২ পয়েন্ট ব্যবধানের হার নিয়ে।
আগামীকাল শুক্রবার গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। সেমিতে খেলতে হলে সে ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। সাত বছর পর শুরু হওয়া এশিয়ান নারী কাবাডিতে ব্রোঞ্জ পদকের আশা নিয়ে তেহরান গেছে বাংলাদেশ। ২০০৫ সালে প্রথমবারের অংশগ্রহণেই ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ।