ভারতের সুবিধা পাওয়া নিয়ে যা বললেন উইলিয়ামসন

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2025-03-06 20:42:35

চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের পর্দা নামবে আর এক ম্যাচ পরেই। বাকি আছে কেবল বহুল প্রতিক্ষীত ফাইনাল। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ৯ মার্চ ভারতের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। ২০০০ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল কিউইরা।

চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের মূল আয়োজক পাকিস্তান। তবে ভারতের কারণে হাইব্রিড মডেলে আয়োজিত হচ্ছে এবারের আসর। যেখানে ভারত তাদের ম্যাচগুলো খেলছে কেবল একটাই মাঠে। এমনকি আয়োজক দেশ হয়েও ফাইনাল আয়োজন করত পারছে না পাকিস্তান। অন্য দলগুলো দুর্ভোগ বাড়িয়ে ভারতের এমন সুবিধা নেওয়াকে ঘিরে ক্রিকেট বিশ্বে তোলপাড় কম হয়নি।

আইসিসি যে ভারতকে বাড়তি সুবিধা দেয় এটা নিয়ে অভিযোগ তুলেছেন অনেক দেশের সাবেক খেলোয়াড় থেকে ‍শুরু করে বর্তমান খেলোয়াড়রা। এবার এ বিষয়ে মুখ খুলেছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। যদিও সরাসরি ভারতের অতিরিক্ত সুবিধা পাওয়ার কথা বলেননি নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যান।তার মতেএকই মাঠে খেলার কারণে সেখানে কীভাবে খেলতে হবেতা নিয়ে স্পষ্ট ধারণা আছে ভারতের।

ভারতের বিপক্ষে ফাইনালকে সামনে রেখে উইলিয়ামসন বলেন,আমার মনে হয়,‘দুবাইয়ে বেশ কয়েকবার খেলার কারণে ভারতের স্পষ্ট ধারণা আছে যেতারা সেখানে কীভাবে খেলতে চায়। বিষয়টা এখানে আমাদের সুবিধার মতোইকারণ লাহোরে আমরাও বেশ কয়েকবার খেলেছি।আমার মনে হয় ক্রিকেটের অংশ এটা।

উইলিয়ামসনে আরও যোগ করে বলেন,‘বিষয়টা এখন যা আছে তাই। আমাদের মনোযোগ পরের ম্যাচেসেই ম্যাচের ভেন্যুপ্রতিপক্ষএগুলোর সবই গুরুত্বপূর্ণ।অবশ্যই আমরা একবার সেখানে ভারতের সঙ্গে খেলেছি। ভারত অসাধারণ দল এবং সত্যিই ভালো খেলছে।তাই সেখানে আমাদের সবশেষ ম্যাচ থেকে কিছু শিক্ষা নেওয়াটা গুরুত্বপূর্ণ। ফাইনালে যে কোনো কিছু হতে পারে।’

গ্রুপ পর্বের ম্যাচে দুবাইয়ে ভারতের বিপক্ষে ৪৪ রানে হেরেছিল কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। সে ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।

এ সম্পর্কিত আরও খবর