টানা দুই হারে র‌্যাঙ্কিংয়ে অবনতি বাংলাদেশের

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2025-03-06 19:54:43

কিছুদিন আগেও বাংলাদেশ নারী ফুটবল ছিল অন্ধকারের মাঝে। সে অন্ধকার থেকে অবশ্য এখনও বের হওয়া হয়নি পুরোপুরি। এরই মাঝে কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করা ১৮ ফুটবলারকে ছাড়াই আরব আমিরাতে খেলতে গিয়েছিল বাংলাদেশ দল। নতুন দল নিয়ে খেলতে নেমে দুই ম্যাচেই ৩-১ গোলের ব্যবধানে হেরেছে পিটার বাটলারের দল। আর তাতেই ফিফা র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে গেছে বাংলাদেশের মেয়েরা।

আজ (বৃহস্পতিবার) নারী ফুটবলের নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যেখানে বাংলাদেশ এক ধাপ পিছিয়ে ১৩৩–এ নেমে গেছে। প্রায় ৬ পয়েন্ট হারিয়ে বর্তমানে আফিদা খাতুনদের রেটিং পয়েন্ট ১০৯১.৮১। আরব আমিরাতের বিপক্ষে ২৭ ফেব্রুয়ারি ও ৩ মার্চ ম্যাচ দুটি খেলেছিল বাংলাদেশের মেয়েরা। দুই ম্যাচেই বাংলাদেশের মেয়েদের জয়ের মুখ দেখতে দেয়নি আরব আমিরাতের মেয়েরা।

নারী ফুটবলের র‌্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আছে সর্বোচ্চ বারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র। এরপর যথাক্রমে আছে স্পেন, জার্মানি, ইংল্যান্ড । দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দুই দেশ ভারত (৬৯) ও নেপাল (৯৯)।

এ সম্পর্কিত আরও খবর