মুশফিকের ওয়ানডে ক্যারিয়ারের শুরু থেকে শেষ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2025-03-06 15:11:20

ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেটে মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম। শুরুতে ২/৩ উইকেট হারানোর পর দলের হাল ধরার কাজ করে আসা মুশফিককে বাংলাদেশ দলের ওয়ানডে স্কোয়াডে আর দেখা যাবেনা। ২০০৬ সালে ওয়ানডে ক্রিকেটে যাত্রা শুরু করা মুশফিক ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানলেন ১৯ বছর পর এসে। নানা উত্থান-পতন পাড়ি দেওয়া মুশফিককে দেখা যাবে না আর টাইগারদের রঙিন জার্সিতে।

মুশফিকের ওয়ানডে ক্যারিয়ারকে দুই ভাগে ভাগ করা যায়। ২০০৬ থেকে ২০১১ পর্যন্ত ব্যাট হাতে সাদামাটা মুশফিক দলের সেরা ব্যাটার হয়ে ওঠেন ২০১২ সাল থেকে। ২০০৬ এর আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয়েছিল মুশফিকের। সে বছর ৫ ওয়ানডেতে ২ ইনিংস ব্যাট করে মুশফিক করেছিলেন মাত্র ২৪ রান।

এরপর ২০০৭ সালের বিশ্বকাপে খালেদ মাসুদ পাইলটের পরিবর্তে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের ম্যাচে অপরাজিত ৫৬ রানের ইনিংস জাতীয় দলে মুশফিকের জায়গা শক্ত করে। এরপর টানা ৫ বছর ব্যাট হাতে খুব একটা সফল ছিলেন না মুশফিক। ওয়ানডে ক্যারিয়ারে নিজের প্রথম শতকের দেখা পান ২০১১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ।

মুশফিকের ক্যারিয়ারে ইতিবাচক মোড় আসে ২০১২ সাল থেকে। মুশফিকের অধিনায়কত্বে সেবার ভারতকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে খেলেছিল বাংলাদেশ। সে ম্যাচে মুশফিক খেলেছিলেন ২৫ বলে ৪৬ রানের ইনিংস। এরপর আর মুশফিককে পিছনে ফিরে তাকাতে হয়নি। ২০১২ থেকে ২০২৪ সাল পর্যন্ত দলের ব্যাটিং অর্ডারের মেরুদন্ড ছিলেন তিনি।

বাংলাদেশের হয়ে ৩৭ ওয়ানডে ম্যাচে অধিনায়কত্ব করেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। ৩৭ ম্যাচে ৩৪.৩৫ গড়ে ১০৬৫ রান করেছেন মুশফিক। টাইগারদের হয়ে ওয়ানডে বিশ্বকাপে ৩৮ ম্যাচ খেলে ৩৪.৮ গড়ে মুশফিক করেছেন ১০৭৯ রান। আর এশিয়া কাপে ২৫ ম্যাচে ৩৬.০৮ গড়ে ৮৩০ রান এসেছে তার ব্যাট থেকে।
ব্যাট হাতে প্রতিপক্ষ বিবেচনায় মুশফিক সবথেকে বেশি রান করেছেন জিম্বাবুয়ের বিপক্ষে। জিম্বাবুয়ের বিপক্ষে। ৪৭ ইনিংসে ৩৯.৯১ গড়ে ১৪৩৭ রান করেছেন তিনি। আর শ্রীলঙ্কার বিপক্ষে ৩৫.৫ গড়ে করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ১২০৭ রান।

উইকেটের পিছনে ওয়ানডেতে বাংলাদেশের হয়ে ২৯৭ টি ডিসমিসালের রেকর্ড মুশফিকের নামের পাশে। যা ক্রিকেট ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ। উইকেটরক্ষকের দায়িত্ব মুশফিকের ব্যাটিং প্রতিভাকে কিছুটা প্রভাবিত করেছে। কারণ উইকেটরক্ষক হিসেবে খেলা ম্যাচগুলোতে মুশফিকের ব্যাটিং গড় যেখানে ৩৫.৭৩,সেখানে যে ম্যাচগুলোতে উইকেটরক্ষক ছিলেন না সে ম্যাচগুলোতে তার ব্যাটিং গড় ৪৯.১৪।

সর্বোপরি বাংলাদেশের হয়ে ওয়ানডেতে ২৭৪ ম্যাচে ২৫৬ ইনিংসে ৩৬.৪২ গড়ে ৭৭৯৫ রান করেছেন মুশফিক। যেখানে তার নামের পাশে আছে ৯ টি শতক ও ৪৯ টি অর্ধশতক। ওয়ানডেতে মুশফিকের সর্বোচ্চ ইনিংস ১৪৪ রানের।

এ সম্পর্কিত আরও খবর