অধিনায়কের পাশেই আছেন কোচ গম্ভীর

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2025-03-05 15:06:55

সময়টা ভালো যাচ্ছে না ভারতের অধিনায়ক রোহিত শর্মার। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে গতকাল মঙ্গলবার ব্যাট হাতে সম্ভাবনা জাগিয়ে মাঠ ছাড়েন তিনি। তাতে প্রশ্ন উঠেছে এমন পারফরমেন্স দিয়ে কতদিন দলকে নেতৃত্ব দিবেন রোহিত? কিন্তু সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কোচ গৌতম গম্ভীরকে পাশে পাচ্ছেন তিনি।

অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারানোর দিনে ব্যাট হাতে রোহিতের নিষ্প্রভতা নিয়ে ম্যাচ শেষে কোচকে প্রশ্ন করেন সাংবাদিকরা। রোহিতের রান নয় বরং তার ইমপ্যাক্টকে বেশি গুরুত্ব দেন জানিয়ে গম্ভীর বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল সামনে। এর আগে কী বলতে পারি? যদি আপনার অধিনায়ক এমন একটা গতিতে ব্যাটিং করে, এটা ড্রেসিংরুমে ভালো একটা বার্তা দেয় যে আমরা ভয়হীন, সাহসী ক্রিকেট খেলতে চাই। আপনারা রান মূল্যায়ন করেন, আর আমরা ইমপ্যাক্ট দেখি। এটাই পার্থক্য।’

এ সময় তিনি আরো বলেন, ‘সাংবাদিক, বিশেষজ্ঞ হিসেবে আপনারা সংখ্যা আর গড় দেখুন। কিন্তু কোচ হিসেবে, দল হিসেবে আমরা এসবের দিকে তাকাই না। অধিনায়ক যদি দলকে সাহায্য করার জন্য সবার আগে হাত বাড়িয়ে দেয়, ড্রেসিংরুমের জন্য এর চেয়ে ভালো কিছু নেই।’

দলের সামগ্রিক পারর্ফেমন্স নিয়ে ভারতের সাবেক এই তারকা খেলোয়াড় বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিতভাবে উন্নতি করতে হয়। আপনি কখনও বলতে পারেন না সব ঠিকঠাক আছে। প্রতিটা ম্যাচে উন্নতির জায়গা থাকে। সেটা ব্যাটিং, বোলিং, ফিল্ডিং যা-ই হোক না কেন। এখনও আমরা নিখুঁত ম্যাচ খেলতে পারিনি। এখনও একটা ম্যাচ বাকি। আশা করি সেটায় নিখুঁত খেলতে পারব। আমি এমন একজন কোচ, যে কখনওই তৃপ্ত হয় না। প্রতিদিন উন্নতিই আমার কাছে শেষ কথা।’

এ সম্পর্কিত আরও খবর