বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকায় মুশফিক-রিয়াদ-তাসকিনসহ ২২ ক্রিকেটার!

ক্রিকেট, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2025-03-05 14:05:11

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের ভরাডুবি হলেও বল হাতে লড়েছিলেন টাইগার পেসার তাসকিন আহমেদ। গত কয়েক মাস ধরেই দাপটে খেলছেন তিনি। তার পথ ধরে ২০২৫ সালের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চিুক্তিতে এ+ ক্যাটাগরিতে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন এই তারকা পেসার।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এ তথ্য জানিয়েছে। গত সোমবার বিসিবির বার্ষিক সভায় উপস্থাপিত খসড়া তালিকায় ওই ক্যাটাগরিতে একমাত্র খেলোয়াড় হিসেবে তাসকিনের নাম চূড়ান্ত হয়েছে। জানা গেছে কেন্দ্রীয় চুক্তির জন্য শীর্ষ পারফর্মারদের স্বীকৃতি দেওয়ার জন্য গ্রেডিং সিস্টেমে পরিবর্তনে এনেছে বোর্ড। আগের টেস্ট, ওডিআই এবং টি-টোয়েন্টি ক্যাটাগরির পরিবর্তে খেলোয়াড়দের এ+, এ, বি, সি ও ডি- এই পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করেছে তারা।

প্রস্তাবিত খসড়ায় এ ক্যাটাগরিতে স্থান পেয়েছেন ওয়ানডে ও টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, এবং অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম।

বি ক্যাটাগরিতে অভিজ্ঞ খেলোয়াড় মুমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ এবং মুস্তাফিজুর রহমানের পাশাপাশি আছেন তৌহিদ হৃদয়, হাসান মাহমুদ ও উদীয়মান পেসার নাহিদ রানা। আর সি ক্যাটাগরিতে স্থান পেয়েছেন সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী আনিক, তানজিদ হাসান তামিম, শোরফিল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব এবং মাহেদি হাসান।

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ডি ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন স্পিনার নাসুম আহমেদ এবং পেসার খালেদ আহমেদ। অবশ্য খসড়া তালিকা প্রস্তুত করলেও এখনই সেটা চূড়ান্ত করছে না বিসিবি। তার কারণ দলের দুই অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিমকে নিয়ে নতুন করে ভাবছে বোর্ড।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেন নি দলের সিনিয়র দুই ব্যাটার। শেষ ম্যাচে ব্যাট হাতে মাত্র ৪ রান করে আউট হন মাহমুদউল্লাহ আর ২ রান করেন মুশফিক। তখন বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছিল, কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেতে হলে তাদের দুই জনকে নিজেদেরকে প্রমাণ করতে হবে। এদিকে টি-টোয়েন্টি ও টেস্ট থেকে বিদায় নেওয়ায় এখন শুধুমাত্র ওয়ানডেতে চোখ রাখছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

এ সম্পর্কিত আরও খবর