চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়হীন থাকায় গ্রুপপর্ব থেকে বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে। অবশ্য বৃষ্টির কারণে পাকিস্তানে বিপক্ষে ১ পয়েন্ট পাওয়ায় টেবিলের সপ্তম স্থানে থেকে আসর শেষ করেছে তারা। আর তাতে পুরস্কার হিসেবে দেড় কোটি টাকার বেশি নিয়ে গতকাল রাতে দেশে ফিরেছে নাজমুল হোসেন শান্তরা। তবে আজ হতে যাওয়া ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ কপাল খুলে দিতে পারে বাংলাদেশের।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুবিধে করতে পারছে না ইংল্যান্ড। টানা হারের পর ব্যর্থতা নিয়ে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন জস বাটলার। যেটা লম্বা সময় ধরে তার নেতৃত্বে থাকা দলের জন্যও বড় ধাক্কা। আর আজকে আসরের দুর্দান্ত ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানে মাঠে নামবে তারা। এই ম্যাচ ভাগ্য খুলে দিতে পারে টেবিলের সপ্তম স্থানে থাকা বাংলাদেশের । যদিও আসর থেকে বাদ পড়েছে দলটি। মূলত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) করা একটি নিয়মের কারণে আসরে না থেকেও লাভবান হতে পারে বাংলাদেশ।
আইসসির নিয়মানুযায়ী, এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণের জন্য প্রতিটি দল পাবে ১ লাখ ২৫ হাজার ডলার করে, বাংলাদেশি টাকায় যা প্রায় ১ কোটি ৫১ লাখ ৩ হাজার ৩৭ টাকা। আর আট দলের এই টুর্নামেন্টে পঞ্চম ও ষষ্ঠ দল প্রাইজমানি হিসেবে পাবে ৩ লাখ ৫০ হাজার ডলার করে, যেটি প্রায় ৪ কোটি ২২ লাখ ৮৮ হাজার টাকা। সপ্তম ও অষ্টম দল পাবে ১ লাখ ৪০ হাজার ডলার করে, যা প্রায় ১ কোটি ৬৯ লাখ ১৫ হাজার ৪০১ টাকা। বাংলাদেশ ও পাকিস্তান ইতোমধ্যেই এই টাকাটা বুঝে পেয়েছে।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচে বৃষ্টির কারণে ১ পয়েন্ট পেয়ে সপ্তম স্থানে আছে বাংলাদেশ। আর রান রেটে পিছিয়ে থাকার কারণে ১ পয়েন্ট পেলেও টেবিলের নিচে আছে পাকিস্তান। আজকের ম্যাচে যদি ইংল্যান্ড হারে তাহলে সপ্তম স্থানে থাকা বাংলাদেশ উঠে যাবে ষষ্ঠ স্থানে। কারণ টানা হারে ইংলিশরা এখন পয়েন্ট শূন্য। তাই এ ম্যাচ হারলে টেবিলের তলানিতে গিয়ে ঠেকবে তারা। আর পাকিস্তান উঠে আসবে সপ্তম স্থানে।
প্রাইজমানির ঘোষণা অনুযায়ী ষষ্ঠ দল হিসেবে প্রায় ৪ কোটি ২২ লাখ ৮৮ হাজার টাকা পাবে নাজমুল হোসেন শান্তর দল। তাই দেশে ফিরও শান্তদের চোখ থাকবে আজকের ম্যাচে।