এবার পর্দা উঠতে যাচ্ছে দেশটির ঘরোয়া আসর পাকিস্তান সুপার লিগের (পিএসএল)। চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে ফেব্রুয়ারি থেকে পিছিয়ে আগামী ১১ এপ্রিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড আর লাহোর কালান্দার্সের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে আসরটি। এবারের আসরের সর্বমোট ৩৪ টি ম্যাচ খেলা হবে রাওয়ালপিন্ডি, লাহোর আর করাচির স্টেডিয়ামগুলোতে।
যেখানে ১৩ থেকে ১৬ মে রাওয়ালপিন্ডি ও লাহোরের স্টেডিয়ামে মাঠে গড়াবে প্লে অফের ম্যাচ গুলো। আর ১৮ মে লাহোরে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে পিএসএলে। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সংস্কার করা লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সবচেয়ে বেশি (১৩টি) ম্যাচ হবে পিএসএলের। আর রাওয়ালপিন্ডিতে হবে মোট ১১ টি ম্যাচ। আর বাকি ম্যাচ গুলো করাচি আর মুলতানের স্টেডিয়ামে হবে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী সালমান নাসের জানান, ‘ঐতিহাসিক পিএসএলের ১০ম আসরের সময়সূচি প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত। গত দশক ধরে, পিএসএল একটি বিশ্বব্যাপী স্বীকৃত টুর্নামেন্টে পরিণত হয়েছে, যেটি পাকিস্তানের ক্রিকেটের শ্রেষ্ঠ প্রতিভাকে প্রদর্শন করে আসছে।’
এ সময় তিনি আরো বলেন, ‘পিএসএল-এর বিস্তৃতির জন্য আমাদের প্রতিশ্রুতির অংশ হিসেবে, আমরা টুর্নামেন্ট শুরুর আগে পেশাওয়ারেএ একটি প্রদর্শনী ম্যাচ আয়োজন করবো। যা পেশাওয়ার শহরে শীর্ষস্থানীয় ক্রিকেট নিয়ে আসার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা খেলোয়াড়, সমর্থক এবং স্টেকহোল্ডারদের জন্য অভিজ্ঞতা উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
সাধারণত ফেব্রুয়ারি-মার্চে পিএসএল হলেও এ বছর চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান। তাই পিএসএলের এবারের আসর এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত হবে, একই সময়ে ভারতে আইপিএল হওয়ার কারণে দ্বান্দিক সময়সূচিতে পড়বে আসরটি।। এই বছর, চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে সূচি পরিবর্তন করা হয়েছে, যেটি বর্তমানে পিএসএল উইন্ডোতে খেলা হচ্ছে। এই সংস্করণটি পিএসএলের শেষ ছয়-দলের আসর। যেখানে পিসিবি এবং ছয়টি ফ্র্যাঞ্চাইজি ২০২৬ সাল থেকে দুইটি নতুন দল যোগ করার ব্যাপারে সম্মত হয়েছে।