অস্ট্রেলিয়া ও দক্ষিণ-আফ্রিকার ম্যাচ পরিত্যক্ত হবে এটা আগে থেকেই বোঝা যাচ্ছিল। বৃষ্টির কারণে ৮:৩২ মিনিটে ম্যাচটি সর্বনিম্ন ২০ ওভারে হওয়ার কথা ছিল। তবে বৃষ্টি থামার কোনো লক্ষণ দেখা না যাওয়ায় আগেভাগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে হাইভোল্টেজ ম্যাচটি।
ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ বি থেকে কারা উঠবে সেমিতে সে হিসাব নিকাশ জমে উঠেছে। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা দুই দলের বাকি আছে একটি করে ম্যাচ। আর আফগানিস্তান ও ইংল্যান্ডের বাকি আছে দুই ম্যাচ। দক্ষিণ আফ্রিকার ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে আর অস্ট্রেলিয়া খেলবে আফগানিস্তানের বিপক্ষে। আর গুরুত্বপূর্ণ ম্যাচে আগামীকাল একে অপরের মুখোমুখি হবে ইংল্যান্ড-আফগানিস্তান। এ ম্যাচে যে দল হারবে তারা ছিটকে যাবে আসর থেকে।
গ্রুপ বি এর সেমিফাইনাল সমীকরণ
১/ দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া দুই দলই যদি তাদের শেষ ম্যাচ জেতে তাহলে কোনো হিসাব নিকাশ ছাড়াই সেমিফাইনাল খেলবে তারা।
২/ ইংল্যান্ড এবং আফগানিস্তানের ম্যাচের যে দল জিতবে তাদের সুযোগ থাকবে সেমিতে খেলার। কিন্তু যে দল হেরে যাবে সে দল ছিটকে যাবে আসর থেকে। দুই দলেরই সেমিতে খেলার কোনো সুযোগ নেই। সেমিতে উঠবে ইংল্যান্ড এবং আফগানিস্তানের মাঝে যে কোনো এক দল। সেক্ষেত্রে এ ম্যাচে জয়ী দলকে জিততে হবে তাদের শেষ ম্যাচও।
৩/ ইংল্যান্ড এবং আফগানিস্তান তাদের বাকি থাকা দুই ম্যাচের এক ম্যাচ হারলেই সেমি ফাইনাল নিশ্চিত হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার।