ঢাবির আন্তঃহল অ্যাথলেটিক্স শুরু

বিবিধ, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2025-02-25 18:02:03

আজ মঙ্গলবার ( ২৫ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হয়েছে ৫৪তম আন্তঃহল অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দু’দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের ১৯টি হলের মাঝে আয়োজিত হয়েছিল অন্তঃহল প্রতিযোগিতা। সে প্রতিযোগিতায় প্রতি হলের সেরা খেলোয়াড়দের নিয়ে এই আন্তঃহল অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। মোট ২৮টি ইভেন্টে আয়োজিত হবে এ প্রতিযোগিতা।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স কমিটির সভাপতি অধ্যাপক ড. এস. এম. আরিফ মাহমুদ। এছাড়া শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়াসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর